চট্টগ্রামে ওয়ার্কশপে আগুনে দগ্ধ ৩

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করার সময় আগুনে পুড়ে তিনজন দগ্ধ হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওয়ার্কশপে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযুক্ত লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
দগ্ধ তিনজন হলেন- শাহাদাত ভূঁইয়া (৫৫), মিজানুর রহমান (৩৮) ও গোলাম মওলা (৫০)।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে গিয়ে লেদ মেশিনের ওয়ার্কশপটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। সেখানে সিলিণ্ডার থেকে কানেক্টিং পাইপের মাধ্যমে আগুনের স্ফূলিঙ্গ দিয়ে রাবার গলিয়ে বিভিন্ন আকৃতির কাঁচামাল তৈরি করা হয়। ওয়ার্কশপের সবগুলো গ্যাস সিলিন্ডার অক্ষত আছে। তবে কানেকটিং রাবারের পাইপ পোড়া। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওভারহিটের কারণে রাবার গলে আগুন ধরে যায়।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক জানান ডা. মোহাম্মদ খালেদ জানান, আহত তিনজনের মধ্যে দুইজনের শ্বাসনালীসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
তিনি জানান, গোলাম মওলার ৬৫ শতাংশ ও মিজানের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া আরেক জনের মুখমণ্ডলসহ শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।