নাছির ভাই আমার রাজনীতির সিঁড়ি, বললেন আ.লীগের উপ প্রচার সম্পাদক আমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে নিজের রাজনৈতিক গুরু, রাজনৈতিক সিঁড়ি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরের মোমিন রোডস্থ এতিমখানা মসজিদ মাঠে স্থানীয় মহল্লা কমিটির প্রয়াত সভাপতি আবদুল মাবুদ সওদাগরের শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল ইসলাম এই মন্তব্য করেন। এসময় প্রধান অতিথি হিসেবে মেয়র আ জ ম নাছির উদ্দীন মঞ্চে উপস্থিত ছিলেন। শোকসভায় আমিনুল ইসলাম আমিন প্রধান বক্তা ছিলেন।
আমিনুল ইসলাম বলেন, নাছির ভাইয়ের সহযোগিতা না পেলে আজকে হয়তো আমি এ পর্যায়ে আসতে পারতাম না। নাছির ভাই আমার ডাইরেক্ট নেতা। আমার রাজনীতির জীবনে প্রথম যে সিঁড়ি ১৯৮২ সালের ২১ ডিসেম্বর; আমি বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য হয়েছিলাম। যখন আমার বয়স মাত্র ১৭ বছর। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য হিসেবে আমার নামটি তখন ঘোষণা করেছিলেন নাছির ভাই নিজেই। সেই যাত্রাপথ ধরে আজ আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক। এসময় রাজনীতিতে নিজের উত্থানে আ জ ম নাছির উদ্দীনের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন আমিন।
প্রসঙ্গত, ১৯৮২ সালে আমিনুল ইসলাম যে কমিটির সদস্য হয়েছিলেন সেই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আ জ ম নাছির উদ্দীন।
রাজনৈতিক মহলে আলোচনা আছে,’৭৫ পরবর্তী সময় থেকে আজকের দিন পর্যন্ত আ জ ম নাছির উদ্দীনের হাত ধরে অনেক নেতা সৃষ্টি হয়েছেন। এজন্য তাকে নেতা বানানোর কারিগর বা কারখানাও বলা হয়ে থাকে।
শুধু আমিনুল ইসলামই নন, জাতীয় রাজনীতির অনেক পরিচিত মুখ, মন্ত্রী-এমপি, সরকারি আমলা, চিকিৎসক নেতা অনেকেই তার হাত ধরে রাজনীতি করে আজকের পর্যায়ে এসেছেন।-এমন আলোচনা আছে চট্টগ্রামের রাজনীতিতে।