রবিবার থেকে ফের শুরু হচ্ছে ঢাবির অনলাইন ভর্তিপ্রক্রিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইন আবেদনপ্রক্রিয়া রবিবার রাত থেকে আবারও শুরু হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এ কথা জানিয়েছেন।কারিগরি জটিলতার কারণে বৃহস্পতিবার বেলা পৌনে ১টা থেকে আবেদনপ্রক্রিয়া বন্ধ ছিল।
এদিকে ভর্তিপ্রক্রিয়া কয়েক দিন বন্ধ থাকায় সময় বাড়ানো হবে বলে জানা গেছে।
এর আগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, এবার আবেদনপ্রক্রিয়ার শুরুর দিকেই আগের চেয়ে অনেক গুণ বেশি আবেদন পড়েছে। প্রথম দিকে এত আবেদন আগে কখনো পড়েনি। প্রথম ৪৮ ঘণ্টায় পাঁচ ইউনিটে মোট ১ লাখ সাড়ে ৫ হাজার আবেদন জমা পড়েছে। ফলে, ওয়েবসাইটের বেশ চাপ পড়েছে। এ কারণেই মূলত এ অবস্থা তৈরি হয়েছে।
আবেদনের সময় বাড়ানো হবে কিনা- তখন এমন প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছিলেন, ‘৩১ মার্চ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। সময় বাড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে বলা যাবে।’