পটিয়ায় ছিনতাইকারী ‘কিং শরস’ আটক

Share the post

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিনভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকা থেকে ছিনতাইয়ে জড়িত একটি চক্রের মূল হোতাকে আটক করে পুলিশে দিয়েছে ভূক্তভোগী পটিয়া সাব-রেজিষ্ট্রি অফিসের সার্ভেয়ার রবিন দাশ ও স্থানীয় জনতা।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার দক্ষিনভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ছিনতাইকারী মুহাম্মদ সরওয়ার ওরফে সরশ প্রকাশ কিং সরশ (২২) উপজেলার দক্ষিনভূর্ষি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৌলভী রফিক আহমদের বাড়ির ফজল করিমের পুত্র।

এর আগে আগে গত শনিবার (১ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে সার্ভেয়ার রবিন পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে দুই যুবক তার পথরোধ করে মারধর করে নগদ টাকা ও ব্যবহারের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওইদিনই সার্ভেয়ার রবিন পটিয়া থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভূক্তভোগী সার্ভেয়ার রবিন দাশ জানান, গত শনিবার দক্ষিনভূর্ষি ইউনিয়নের রাসেল স্মৃতি পাঠাগার এলাকায় পূর্বে পরিমাপকৃত জায়গা পরিদর্শন করতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে কেচিয়াপাড়া বিনি ডাক্তারের বাড়ির সামনের রাস্তায় দুই যুবক আমার পথরোধ করে। তারা আমাকে ডিশের তার দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে তারা আমার সঙ্গে থাকা নগদ টাকা ও ব্যবহারের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। একই দিন আমি বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। আজ মঙ্গলবার সন্ধ্যায় উক্ত চিনতাইকারী চক্রের সদস্যকে চিহ্নিত করার পর স্থানীয় বাসিন্দদের সহযোগীতায় তাকে হাতেনাতে ধরে পুলিশের নিকট সোপর্দ করেছি।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, ছিনতাইয়ের কবলে পরা ভূক্তভোগী সার্ভেয়ার নিজেই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশের নিকট সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে। ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে কৌশলে ওই স্থানে ছিনতাই করে আসছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]