সাতকানিয়ায় বাস-ট্রেইলার মুখোমুখি সংঘর্ষে আহত ১০

Share the post

সাতকানিয়ায় বাস ট্রেইলার মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মাদারবাড়ি এলকার সেভেন বিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।এসময় সড়কে প্রায় এক ঘন্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ রেকার দিয়ে সড়ক থেকে ট্রেইলারটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।স্থানীয় বাসিন্দা সেভেন বিএম ইটভাটার মালিক শামসুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ইটভাটার সামনে চট্টগ্রামমুখী (ঢাকামেট্রো-ঢ-৮১-০১৫৬) নাম্বারের ট্রেইলারের সাথে লোহাগাড়াগামী (চট্টমেট্রো -জ-০৫-০৩২৪) মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ গাড়ির কমপক্ষে ১০ যাত্রী আহত হয়।

দুর্ঘটনার সাথে সাথে ইটভাটার শ্রমিকেরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় আশশেফা হাসপাতালে পাঠিয়ে দেন। এসময় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের মধ্যে হাসপাতাল থেকে ছয় জনের নাম পাওয়া যায়।তারা হলেন, ট্রেইলারের হেল্পার জাকির সপন (৩৩), যাত্রী ফারুক (২০), আব্দুস ছালাম (৬০), হেলাল উদদীন, বাসের চালক ফজলুল হক (৬৫) ও ট্রেইলারের চালক আবু বক্কর (৩৮)।দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মোহাম্মদ ফারুক উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। দুর্ঘটনা পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল পাবিপ্রবি

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে প্রধান ফটকে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই […]

গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত :চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডে একটি মুরগির দোকান ও প্রায় আড়াইশ মুরগি ও হাঁস পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ মার্চ) রাত ১টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেশপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও […]