জরুরী সেবা দিতে মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য
ডেস্ক নিউজ:
নির্বাচনে সহিংসতায় আহতদের তাৎক্ষণিক সেবা দিতে মাঠে নেমেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। বিশেষ করে নগরীর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে রেডক্রিসেন্ট কর্মীরা।
নির্বাচন চলাকালীন সময় দুপুর পর্যন্ত নগরীতে সংঘাতে আহত ৫০ থেকে ৬০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে রেডক্রিসেন্ট কর্মীরা। পাশাপাশি গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য মো. মহসীন উদ্দীন চৌধুরী।
তিনি বলেন, নগরে আমাদের দুটি মাইক্রোবাস এবং পাশাপাশি অ্যাম্বুলেন্স কাজ করছে। যেখান থেকে ফোন আসছে আমাদের টিম সেখানে চলে যাচ্ছে। আমাদের গাড়িগুলো নির্বাচনী সংঘাতে আহতদের চিকিৎসা ও আনা-নেওয়ার কাজ করছে।