রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং
প্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম
রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং, রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ, রোটারি ক্লাব অব চিটাগাং এংকর সিটি, রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্র্যাট, রোটারি ক্লাব অব চিটাগাং সাউথ এবং রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটি। প্রথম দুইটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিগ্রুপ থেকে দুটিদল করে মোট ৪টি দল প্রেতিদল সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। প্রথম সেমিফাইনালের এনশিয়েন্ট চিটাগং ২-০ গোলে চিটাগং এ্যারিস্টক্রেট কে পরাজিত করে ফাইনালে চলে যায়।
দ্বিতীয় সেমিফাইনালে এংকর সিটি চট্টগ্রাম ৪-১ গোলে চিটাগং মেরিন সিটিকে পরাজিত করে।
এনশিয়েন্ট চিটাগং ফাইনাল ১-১ গোল এংকর সিটির সাথে নির্দিষ্ট সময়ে সমতার শেষ করলে খেলা উত্তেজনাপূর্ণ ট্রাইবেকারে ২-১ গোলে এংকর সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। রোটারী ক্লাব অব চিটাগং হেরিটেজ এর আয়োজনে অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন। পিপি আজিজুল হক, পিপি নুর মোহাম্মদ, পিপি মিনহাজ, পিপি শোয়েব, সভাপতি কাজী হাসানুজ্জামান সান্টু, চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন এনশিয়েন্ট চিটাগং এর সভাপতি এম এ মতিন ও ক্যাপ্টেন এম এ রাহিম ও তার দল।