রাবিতে ‘আমার দেশ’ পাঠক মেলার নেতৃত্বে স্বাধীন-আল আমিন

Share the post
রাবি প্রতিনিধি:একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ড. মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার অধীনে গঠিত ‘পাঠক মেলা’র রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. স্বাধীন খন্দকার ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আল আমিন ইসলাম।
বৃহস্পতিবার (১মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাহাতুল ইসলাম এ কমিটির অনুমোদন করেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া আফরোজ শিমু, সাইদুল হক রাহাত। যুগ্ম সদস্য সচিব সুরঞ্জিত চন্দ্র পাল, মো. রাকিবুল ইসলাম পলক। সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলি রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান আরাফাত, অর্থ সম্পাদক মিঠু চন্দ্র বর্মণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাশরাফি মর্তুজা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ইশরাক আতিক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এস. এ মাসউদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক, তামান্না বিনতে কালাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, নাফিস আহমেদ।
এছাড়াও কার্যকরী সদস্যরা হলেন, মো. ছাব্বির হোসাইন, রাগীব হাসান রহিম, মো. খালিদ হাসান, সাকিব আল হাসান, আহমেদ ফজলে রাব্বি, মো. তরিকুল ইসলাম, মো. জামাল ভূঁইয়া, শিপন কুমার সূত্রধর, মো. আলামিন, ইশরাক আমেদ জিহাদ, আশরাফুল ইসলাম, জিহাদ রানা, আল ইমরান, মোছা. তাজমিনা আক্তার জুথী, জাকিয়া সুলতানা, সুমাইয়া সাম্মি এবং মোমেনা জান্নাত।
পাঠক মেলার রাবি শাখা মুক্তচিন্তা, সমাজকল্যাণ ও ছাত্রসমাজকে জাতীয় চেতনায় উজ্জীবিত করার প্রয়াসে নিরলস কাজ করে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছেন রাবি উপাচার্য

Share the post

Share the postরাবি প্রতিনিধি: উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অ্যাকাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফর করার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পাকিস্তান সফরটি বাতিল করেছেন রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় […]

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

Share the post

Share the postসৈয়দ মাহিন,রাবি প্রতিনিধিঃ জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তার নিজ বাড়িতে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৭, তারিখ: ১৫ জুন ২০২৫, ট্র্যাকিং নং: 203GMC) করেছেন। জিডিতে বলা হয়, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার […]