২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবিপ্রবিতে

Share the post
মনিরুল ইসলাম ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। আগামী ৪-৫ জুলাই ২০২৫ তারিখে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই।
এই আয়োজনটি পাস্ট(পাবিপ্রবি)  ডিবেটিং সোসাইটি(PUSTDS).  এর উদ্যোগে এবং এটি একটি এশিয়ান সংসদীয় বিতর্ক পদ্ধতিতে আয়োজিত হবে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকদের অংশগ্রহণে জমজমাট বিতর্ক পর্ব অনুষ্ঠিত হবে, যা যুক্তির মাধ্যমে চিন্তাশক্তি ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এখানে মোট ৩২ টি দল বিতর্কে অংশ গ্রহণ করবে, এছাড়াও ৫ই জুলাই তারিখে পাবনা জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের দিয়ে একটি কর্মশালার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার উদ্দেশ্য হলো যুক্তিভিত্তিক সমাজ গঠন, তরুণদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার এবং নেতৃত্ব গঠনে সহায়তা করা। এবারের আয়োজনের মাধ্যমে পাস্ট (পাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি আবারও প্রমাণ করলো যে, তারা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম।
বিশ্ববিদ্যালয়ের গ্যালারি, বিভিন্ন ক্লাসরুম ও কনভেনশন হল এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় উপ উপাচার্য, কোষাধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সরব উপস্থিতি ও অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।
উক্ত প্রতিযোগিতা সম্পর্কে পাস্ট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শাহরিয়ার নিলয় জানান, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিতার্কিক বৃন্দ আমাদের ক্যাম্পাস এসে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এত বড় একটি আয়োজন আমরা করতে পেরেছি, যেটা আমাদের বিশ্ববিদ্যালয় জন্য গর্বের। আমরা আশা করছি আগত সকল বিতার্কিক, বিচারক ও অতিথি দের ভালো একটি ফেস্ট উপহার দিতে পারবো। আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবিপ্রবিতে
 পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। আগামী ৪-৫ জুলাই ২০২৫ তারিখে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই।
এই আয়োজনটি পাস্ট(পাবিপ্রবি)  ডিবেটিং সোসাইটি(PUSTDS).  এর উদ্যোগে এবং এটি একটি এশিয়ান সংসদীয় বিতর্ক পদ্ধতিতে আয়োজিত হবে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকদের অংশগ্রহণে জমজমাট বিতর্ক পর্ব অনুষ্ঠিত হবে, যা যুক্তির মাধ্যমে চিন্তাশক্তি ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এখানে মোট ৩২ টি দল বিতর্কে অংশ গ্রহণ করবে, এছাড়াও ৫ই জুলাই তারিখে পাবনা জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের দিয়ে একটি কর্মশালার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার উদ্দেশ্য হলো যুক্তিভিত্তিক সমাজ গঠন, তরুণদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার এবং নেতৃত্ব গঠনে সহায়তা করা। এবারের আয়োজনের মাধ্যমে পাস্ট (পাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি আবারও প্রমাণ করলো যে, তারা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম।
বিশ্ববিদ্যালয়ের গ্যালারি, বিভিন্ন ক্লাসরুম ও কনভেনশন হল এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় উপ উপাচার্য, কোষাধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সরব উপস্থিতি ও অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।
উক্ত প্রতিযোগিতা সম্পর্কে পাস্ট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শাহরিয়ার নিলয় জানান, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিতার্কিক বৃন্দ আমাদের ক্যাম্পাস এসে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এত বড় একটি আয়োজন আমরা করতে পেরেছি, যেটা আমাদের বিশ্ববিদ্যালয় জন্য গর্বের। আমরা আশা করছি আগত সকল বিতার্কিক, বিচারক ও অতিথি দের ভালো একটি ফেস্ট উপহার দিতে পারবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা।

Share the post

Share the postমোঃ রুবেল: ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ।স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন’ ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের ৬৪ টি জেলায় ও ৮ বিভাগের চলোমান কর্যক্রম। চট্টগ্রাম বিভাগীয় কমিটি নিয়ে নতুন পথ চলার দায়িত্ব তুলে দেওয়া হল। একের কাঁদে অন্য হাত,মানবতার বাঁধন টিকে থাক,এই স্লোগানকে বুকে লালন করে একদণ তরুণ স্বেচ্ছাসেবক মানবতার […]

চন্দনাইশে মানবতার ফেরিওয়ালার পক্ষ থেকে এক নারীকে সেলাই মেশিন উপহার

Share the post

Share the postমোঃ রুবেল খান, চট্টগ্রাম:চন্দনাইশের মধ্যম হাশিমপুর ৪নং ওয়ার্ডের মোজাহের পাড়ার বাসিন্দা মুন্নি নামে এক নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।