১৯৭৫সালের ১৫ইআগষ্টের পূর্বের তৎকালীন সামরিক বেসামরিক ও রাজনৈতিক নেতাদের ভুমিকা সামনে আনা প্রয়োজন।
চট্টগ্রাম সংবাদ: বন্দর জাতীয় শোকদিবস পালন পরিষদের উদ্যোগে বন্দর পূর্ব কলোনির মোহাম্মদীয়া মাদ্রাসা মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জেয়াফত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর সভাপতিত্বে ওচট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সন্ব্ঞচালনায় উক্ত আলোচনা সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী,মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দীন খান,প্যানেল মেয়র আফরোজা কালাম। ৩৭নং মুনির নগরের কাউন্সিলর আবদুল মান্নান, মোকাররম হোসেন মুকুল, জাকের আহমেদ খোকন, সৈয়দ আহমেদ,মোষ্তাফিজুর রহমান,রেজা,খোন্দাকার মোহাম্মদ ইয়াকুব,আনিফুর রহমান লিটু, রেজাউল করিম রাজু,আষিশ কান্তি মুহুরী,আওরঙ্গজেব শিবলু,সাজ্জাদ হোসেন চৌধুরী পাভেল, নুরুন্নবী পারভেজ, রন্জিত কুমার শীল,মোঃলোকমান,জামিল আহেমদ মিলন,এফ এ চৌধুরী,সাইফুর সোহেল,মাহাবুব আলম,মাহাবুব হোসেন,আকতারুজ্জামান ময়না,রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিকি, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদুল হক চৌধুরীর মার্শাল,এম রাশেদ চৌধুরী,আবদুল্লা আল মামুন ,
নুরুল ইসলাম রাসেল, এমরান হোসাইন, মোঃইসমাঈল,মোঃমিজান,আজাদ,সাজ্জাদ আলী জুয়েল, ,ইমতিয়াজ সুমন,সালাউদ্দীন বাবর,ফরহাদ আবদুল্লা,মোঃসোহেল,সালাউদ্দীন বাবর,সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, মাহামুদুর রহমান বাপ্পি, রমজান আলী, ঈসমাঈল হোসেন,মাসুদুল আলম জিকু,শাহাজাহান বাপ্পি, তানিম হোসেইন, ফরিদ,মিন্টু আহমেদ, জনি, হানিফ,আলাউদ্দিন সোহেল, মোঃমাসুম,ফিরোজ আলম,বায়েজিদ বোস্তামি,শিপন, হৃদয়,সোহেল,সাজ্জাদ হোসেন, শাহনেওয়াজ, শাহরিয়ার রুবেল, নুর হোসেন, মোয়াজ্জেম,জয়,রোকন উদ্দিন, কৌশিক রায়, রিপাত,রাব্বি, রনি,রাশেদুল ইসলাম ইমু,রিয়াদ মাহমুদ, তুহিন, নুর ইসলাম, রাজু,ইমাম হোসেন, শামীম, জয়,সিফাত,হারুন,জিসান,দূর্জয়,তাহসিন, মাহবুব রহমান লিংকন,ইমাম উদ্দিন খোকন, ইমাম হোসেন রনি,এম রাসেদ,সৌরেন বড়ুয়া রিও, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, সামিউল ইসলাম, ইফতি প্রমুখ।
এতে রেজাউল করিম চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জতের ও ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত এ-ই স্বাধীন আজ পূর্নাঙ্গ রুপ পেতে যাচ্ছে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার হাত ধরে অর্থনৈতিক মুক্তি পাওয়ার মাধ্যমে। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর হত্যাকান্ডে স্বরূপ উন্মোচন করার উদ্দেশ্যে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন পূর্বক১৯৭৫সালের ১৫ইআগষ্টের পূর্বের তৎকালীন সামরিক বেসামরিক ও রাজনৈতিক নেতাদের ভুমিকা সামনে আনা প্রয়োজন।