হেলিকপ্টারে এলেন বর, কিন্তু বিয়ে হয়নি

Share the post

প্রবাসী দম্পতির মেয়ের বিয়ে। তাই রাখা হয়েছে ‘রাজকীয়’ আয়োজন। আর বিয়েটা স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে এসেছিলেন বর। কিন্তু প্রশাসনের বাধায় বিয়েটি আর হলো না। বরকে বিদায় নিতে হয়েছে মুচলেকা দিয়ে।

বিয়ের সব আয়োজন ঠিকঠাক থাকলেও কন্যার বয়সে ছিল গড়মিল। হিসাব মিলাতে বিয়ের অনুষ্ঠানে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স।


কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় ক্ষণিকেই বন্ধ হয়ে যায় বিয়ের সব আয়োজন। ফলে কনে ছাড়াই ফিরে যেতে হয়েছে বরকে। শুধু তািই নয়, শেষমেশ মুচলেকা দিতে হয়েছে বর ও কনে পক্ষকে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন আগে উপজেলার কান্দাপাড়া গ্রামের ইতালি প্রবাসী বাবুল তালুকদার ও দুবাই প্রবাসী সুমী আক্তার দম্পতির মেয়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা সদরের মো. আলেক মিয়ার ছেলে মো. শাহজালালের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। হেলিকপ্টারে করে নববধূকে নিতে আসেন বর শাহজালাল। হেলিকপ্টারে আসা বরের সঙ্গে মাত্র তিনজন আত্মীয় ছিলেন। সড়ক পথে গাড়িতে আসেন বাকি বরযাত্রী।

তবে বাল্য বিয়ের খবর পেয়ে দুপুরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুলসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আপাতত বিয়ে বন্ধ করা হয়েছে। পরবর্তী সময়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে সম্পন্ন করবে এই মর্মে মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কেন্দুয়ায় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে প্রেমিকার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

Share the post

Share the postসোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে প্রেমিকার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিকের ক্রমাগত হুমকির পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মৃত ফজলে এলাহীর পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, তার দুই ছেলে আরিফুজ্জামান […]

সেতু নয়, যেন মৃত্যু ফাঁদ! দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

Share the post

Share the post নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকার সেতুটি দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চলছে। উপায় না থাকায় ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহন। তবে বর্তমানে সেতুটির অবস্থা এতটাই নাজুক যে, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন […]