হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং সাবেক ছাত্রদের সহায়তায় স্কুলের ছাত্র-ছাত্রীদের উপহার সামগ্রী প্রদান
প্রতিনিধি ( আসাদুজ্জামান বুলবুল): ভালোবাসা ও সৌহার্দ্যের অপর নাম হাজারীহাট স্কুল ও কলেজ এই পরিবারের প্রত্যেক সদস্যকে মমতায় আগলে রেখেছে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব লুৎফর চৌধুরী স্যার করোনার মতো পরিস্থিতিতেও খোজ রাখছেন প্রত্যেক ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের। তারেই ধারাবাহিকতায় আজকে স্কুলের ছাত্রদের মধ্যে নিত্য প্রয়োজনীয় কিছু উপহার সামগ্রী তুলে দেন। এবং করোনা বিষয়ক সচেতনতামূলক দিকনির্দেশনা দেন ছাত্র-ছাত্রীদের। এসময় অধ্যক্ষ স্যার বলেন – সচেতনতায় পারে আমাদের করোনা থেকে সুরক্ষা দিতে তাই আতঙ্কিত না হয়ে সবার সচেতন হওয়া উচিত। আজকের উপহার সামগ্রী প্রদানে অধ্যক্ষ স্যার সহ স্কুল ও কলেজের সাবেক ছাত্র ও শিক্ষকরা ভূমিকা রাখেন। উপহার সামগ্রী প্রদানের সময় সামাজিক দুরত্ব বজায় রাখা হয়। সাথে স্বাস্থ্য সুরক্ষার সকল ব্যবস্থা বিদ্যমান ছিল। আসুন সবাই সচেতন হই করোনা প্রতিরোধ করি।