

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার কৃতী শিক্ষার্থী শাকিল আহমেদ ৪৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি বৃন্দাবন সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বৃহস্পতিবার (৩০ জুন) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। ফল প্রকাশের পর প্রশাসন ক্যাডারে নিজের সুপারিশপ্রাপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন শাকিল।
শাকিলের এই সাফল্যে পরিবার, সহপাঠী, কলেজের শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। কলেজের শিক্ষকরা জানান, শাকিল বরাবরই একজন মেধাবী, পরিশ্রমী ও দায়িত্বশীল ছাত্র ছিলেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে তিনি একজন সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে দেশ ও জনগণের সেবা করবেন।
স্থানীয় শিক্ষাবিদরা মনে করছেন, শাকিল আহমেদের এ অর্জন বৃন্দাবন সরকারি কলেজের গৌরব আরও বাড়িয়েছে এবং অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।