স্বপদে বহাল মানবতা,করোনা আক্রান্ত ডাক্তারকে প্লাজমা প্রদান

Share the post

মুজিবুল হক,বিশেষ প্রতিবেদক: করোনা আক্রান্ত চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সমীরুল ইসলাম এর জন্য দরকার ছিলো সদ্য করোনা যুদ্ধে জয় লাভ করা(AB+ রক্তের গ্রুপ সম্পন্ন)রোগীর প্লাজমা।জনদরদী ও মানবিক একজন ডাক্তার সাথে সাথে করোনা যুদ্ধে সম্মুখ যোদ্ধা একজন ডাক্তারকে বাঁচাতে বিভিন্ন মহল থেকে শুরু হয় প্লাজমা খোঁজার পায়তারা।সেই ডাক্তারকে প্লাজমা দিতে এগিয়ে এসেছেন মিয়া মোঃ তারেক,তিনি সৌদি প্রবাসী ব্যবসায়ী।যিনি করোনা নামক মরণঘাতী ভাইরাসের সাথে সদ্য যুদ্ধ করে জয়ী হয়ে ফিরেছেন।তাঁর কাছ থেকে প্লাজমা সংগ্রহের রক্তেই চট্টগ্রামে প্রথমবারের মতো প্লাজমা প্রয়োগ হলো। এই পুরো মানবিক কাজে সহযোগিতা করেছেন কোতােয়ালি থানার ওসি মুহাম্মদ মসহীন।তাঁর একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন-”করোনাযোদ্ধা ডাক্তারকে বাঁচাতে এগিয়ে এলেন তিনিই।তার দেওয়া রক্তেই চট্টগ্রামে প্রথমবারের মতো প্লাজমা প্রয়োগ হল।

ইনি মিয়া মোঃ তারেক। সৌদি প্রবাসী ব্যবসায়ী।নিজে করোনা রোগী ছিলেন। তাই বুঝেন এর যন্ত্রণা।চারদিন আগে আমার অফিসে আসেন। তখন তাকে অনুরোধ করেছিলাম তার করোনাজয়ের গল্পটা বলতে।তিনি আমার পেইজে সে গল্প বলেছিলেন।একইসাথে করোনাযুদ্ধে যেকোন সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।গতকাল করোনাযোদ্ধা ডাক্তারের জন্য হন্যে হয়ে রক্তের সন্ধান করছিলেন আমাদের আমেনা স্যার। আমাকে ফোন করে জানালে আমি শরণাপন্ন হই তারেক ভাইয়ের। আমি ভেবেছিলাম উনাকে কনভিন্স করতে হবে। কিন্তু আমাকে অবাক করে দিয়েই তিনি নিজ থেকেই বললেন, ‘কোথায় যেতে হবে বলুন!’ মেডিকেল সুত্রে জানা গিয়েছে প্লাজমা থেরাপি প্রয়োগের পর সুস্থ আছেন ডাঃসমীরুল ইসলাম। উল্লেখ্য দেশে প্লাজমা থ্যারাপীর ধারণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়া এবং আশার কথা হলো করোণা মহামারীর বিরুদ্ধে ব্যাপক হারে প্লাজমা থেরাপি প্রয়োগে সফলতা মিলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]