সৈয়দপুর উপজেলা প্রসাশন কে তোয়াক্কা, না করে উল্টো পুলিশ কর্মকর্তাকে পেটালেন বিশিষ্ট ব্যাবসায়ী আলতাফের ছেলে,

Share the post

মোঃ মাইনুল হক, রংপুর : নীলফামারী জেলায় সৈয়দপুর উপজেলায় বিশিষ্ট ব্যাবসায়ী বিউটি সাইকেল স্টোর এর মালিক আলতাফের ছেলে আতিফ আলতাফ ও আতিক নামে দুই ভাইয়ের বিরুদ্ধে সৈয়দপুর উপজেলা প্রসাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম এর ভ্রাম্যমাণ আদালতের দেয়া দন্ডের টাকা পরিশোধ না করে পালিয়ে যাওয়া, কর্তব্যরত পুলিশ কর্মকতাকে মারধর করে আহত ও ইউনিফর্ম ছিরে ফেলার ঘটনায় অবশেষে মামলা হয়েছে।মামলায় শহরের চিহ্নিত রেল ভূমি দস্যু আলতাব হোসেনের ছেলে আতিফ হোসেন (২৬) ও আতিক হোসেন (২৪)কে আসামী করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে সৈয়দপুর থানায় দন্ড বিধির ১৮৬/১৮৮/২২৪/৩৩২/৩৫৩/৫০৬(২) ধারায় মামলাটি দায়ের করেন,সৈয়দপুর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম। মামলা নং-২৫ তারিখ-২৪/৭/২১।
প্রসঙ্গত গত ২৩ জুলাই রাত সাড়ে আটটার দিকে বিমান বন্দর সড়কের সিএসডি মোড়ে কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন আতিফ। এ সময় ভ্রাম্যমান আদালতের সামনে পরলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম ৫০০ টাকা জরিমানার দন্ড প্রদান করেন।

জরিমানার টাকা পরিশোধ না করে পালিয়ে যায় আতিফ।পরে ভ্রাম্যমান আদালতের বিচারকের নির্দেশে তাদেরকে ধাওয়া করে বিসিক এলাকা থেকে আটক করে পুলিশ । আটককালে পুলিশ কর্মকর্তা সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানকে বেধরক মারপিট করেন ও ইউনিফর্ম ছিড়ে ফেলেন আতিফ আলতাফ।

এ ব্যাপারে,সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুম) রমিজ আলম জানান, যেহেতু কয়েকটি অপরাধ করেছেন, সে কারণে সৈয়দপুর থানা পুলিশকে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ব্যাপারে,সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, ভ্রাম্যমান আদালত অমান্য, পুলিশের গায়ে হাত তোলা ও কঠোর বিধি নিষেধ উপেক্ষা করার মত একাধিক অপরাধ করায় থানায় নিয়মিত মামলা রুজ্জু করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

স্বজনপ্রীতি ও দুর্নীতি তদন্তে ইবিতে তথ্য চেয়ে নোটিশ

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি :কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের চিহ্নিতকরণে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এসকল সংক্রান্ত তথ্য অনুসন্ধানের নিমিত্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের […]

নরসিংদীতে পোশাককর্মীর পর এবার ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Share the post

Share the post আশিকুর রহমান, নরসিংদী :- নরসিংদীর বেলাবতে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের পর এবার রায়পুরা উপজেলায় ৩ সন্তানের জননী পঞ্চাশোর্ধ এক নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। পরপর এধরণের ঘটনায় জেলাজুড়ে আতংক ছড়িয়ে পড়ছে। তবে বেলাব এর ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, বেলাব উপজেলার মাটিয়াল পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন […]