সৈয়দপুরে রেল লাইনের দু’পাশে দোকানপাটে ভরা, দুর্ঘটনার আশংকা !

Share the post

রাজু আহমেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): বাণিজ্যিক শহর হিসাবে খ্যাত, নীলফামারীর জেলার প্রাণ কেন্দ্র সৈয়দপুর উপজেলা। বাস যুগে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগের ব্যাবস্হা যেমন রয়েছে,তেমনি আকাশ পথে প্রতিদিন প্রায় ১০টি বিমান উঠা নামা করছে সৈয়দপুর বিমানবন্দর থেকে। একই সাথে পাল্লা দিয়ে ঢাকা, খুলনা,রাজশাহী সহ সদ্য চালু হয়েছে ভারতের সাথে রেল যোগাযোগ। চলাচল করছে ৬/৭টি ট্রেন। প্রতিটি যানবহনে সতর্কতা অবলম্বন করা হলেও সতর্কতা অবলম্বন হচ্ছে না ট্রেন চলাচলে। রেল লাইনের দু’পাশ ঘেষে গড়ে তোলা হয়েছে শত শত অবৈধ দোকানপাট। এর ফলে মারাত্মক ঝুকিতে চলাচল করছে ট্রেন ও জনসাধারণ। অবিলম্বে রেল লাইন সংলগ্ন গড়ে উঠা সকল স্থাপনা ও দোকানপাট গুড়িয়ে দেয়া না হলে যে কোন সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। খোজ নিয়ে দেখা গেছে সৈয়দপুর রেলওয়ে ষ্টেশন থেকে শহরের ১নং রেলগেট পর্যন্ত প্রায় ৫শতাধিক এরও বেশী দোকানপাট অবৈধ ভাবে নির্মিত হয়েছে। রেলওয়ে ষ্টেশন মাষ্টারসহ এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তিবর্গের ছত্র ছায়ায় ঐসব দোকানপাট অবৈধ ভাবে নির্মিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। ২নং রেলগেটও পোস্ট অফিস সংলগ্ন রাস্তা ও রেল লাইনের দু’পাশে গড়ে উঠা হয়েছে পুরাতন গরম কাপড়ের বিশাল মার্কেট। এসব মার্কেট থেকে প্রতিদিন হাজার হাজার টাকা অবৈধ ভাবে উত্তোলন করা হয়ে থাকে। আর উত্তোলনকৃত অর্থ প্রভাবশালী ব্যক্তিবর্গ, জিআরপি পুলিশ ও ষ্টেশন মাষ্টারের মাঝে ভাগ বাটোয়ারা হয় বলে স্থানীয় দোকানদারদের অভিযোগ। তারা বলেন রেলওয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ রেলওয়ে ষ্টেশন ও রেল লাইন পরিদর্শনে এলে রেল লাইন সংলগ্ন গড়ে উঠা অবৈধভাবে দোকানপাট গুলো সরিয়ে দেওয়া হয়। আর পরিদর্শন শেষে পুনরায় গড়ে উঠে ঐসব দোকানপাট। ক্রেতারাও রেল লাইনে দাড়িয়ে পুরাতন গরম কাপড় সহ অন্যান্য পন্য ক্রয় করছেন। ট্রেন ষ্টেশন আসার সময় চলে সকলের ছুটাছুটি। অনেকে দৌড়াতে গিয়ে আহতও হয়। সামান্য বদখেয়াল হলেই ঘটতে পারে শত শত মানুষের প্রানহানীর ঘটনা। ট্রেন চালকরা বলছেন সৈয়দপুর রেলওয়ে ষ্টেশন থেকে হুইসেল বাজিয়ে সতর্কতার সাথে ট্রেন চলাচল করতে হয়। একটু অসতর্কতা হলেই শত শত মানুষ মারা যেতে পারে। একারণে তারা দ্রুত সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়ার জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন। এবিষয়ে জানতে চাইলে ষ্টেশন মাষ্টার শওকত আলী কোন কথাই বলবেন না বলে সাফ জানিয়ে দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাংলাবান্ধায় ইউপি চেয়ারম্যানের ভাড়াটে লোকের সঙ্গে সাধারন জনতার সংঘর্ষ, আহত-১৪

Share the post

Share the postমুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় সাতজনকে আটক করে পুলিশ ও বিজিবির কাছে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৬ আগস্ট) উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সিপাইপাড়া বাজারে এ ঘটনাটি ঘটে। এ সংঘর্ষে ভাড়াটিয়া লোক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান […]

তেঁতুলিয়ায় চেয়ারম্যানের অফিসে তালা, পরিষদ আসেন না চেয়ারম্যান

Share the post

Share the postমুহম্মদ তরিকুল  ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে বিপুলসংখ্যক টাকা বিভিন্নভাবে লোকজনের কাছ থেকে নেওয়ার অভিযোগে উঠেছে। প্রায় শতাধিক ভুক্তভোগী পরিবার প্রতিদিন  ইউনিয়ন পরিষদ চত্বরে টাকা নেওয়ার জন্য ভিড় করছেন। এদিকে পরিষদে আসেন না চেয়ারম্যান। সরকার পতনের পর থেকে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে দু’একবার দেখা গেলেও আর দেখা যায়নি, জানান […]