সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযান ২৫ হাজার টাকা জরিমানা
রাজু আহম্মেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): সৈয়দপুরে টিআর রোডে ভেজালবিরোধী অভিযানে আর.এল.প্রাইভেট লিঃ নামে একটি বেকারী কোং সিলগালা ও ২৫ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) দুপুরে সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম ওই অভিযান পরিচালনা করেন। বেকারী পণ্য তৈরির ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও উৎপাদিত পণ্যের গায়ে বিএস টি আইয়ের লাইসেন্স না থাকায় এবং
বিভিন্ন ব্রান্ডের খাদ্য সামগ্রী নকল করায় ওই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা ও কারখানা সিলগালা করে এসিল্যান্ড রমিজ আলম। অভিযানে বিএসটিআই রংপুর বিভাগীয় ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন ও সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।