সৈয়দপুরে ইচ্ছা মতো এলপিজির মূল্য আদায়, নিয়ন্ত্রণে নেই কেউ

Share the post

মোঃ রাজু আহমেদ নীলফামারী জেলা প্রতিনিধি: সরকার মুল্য কমালেও সৈয়দপুরে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ইচ্ছামত আদায় করা হচ্ছে বলে অভিযোগ অধিকাংশ গ্রাহকের। মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রনে সুনির্দিষ্ট কোন নীতিমালা না থাকায় এ খাতে চলছে নৈরাজ্য। বাড়তি মূল্যে বিপাকে পড়েছে ক্রেতারা। বিপিসি সূত্রে জানা যায়, সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য ৬০০ টাকা। এটি সরকারের নিজস্ব উৎপাদিত মূল্য। সরে জমিনে গিয়ে দেখা যায়, বাজারে বসুন্ধরা, ওমেরা, বেক্সিমকো, পেট্রোমেক্স, টোটাল, বিএম, এনার্জিপ্যাকে জি গ্যাস, লাফস, ইউরো, ইউনিভার্সাল, যমুনাসহ বিভিন্ন ব্রান্ডের এলপিজি সিলিন্ডার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) নির্ধারিত মূল্যের চেয়ে ৬০ থেকে ৭০ শতাংশ বেশি দামে অর্থাৎ ৯০০ থেকে ১০০০ টাকায় বিক্রি করছে। আবার একই ব্রান্ডের এলপিজি সিলিন্ডার বিভিন্ন দোকান ভিন্ন দামে বিক্রি করতে দেখা যায় দোকানদারদের। জানতে চাইলে দোকানদাররা বলেন, সরকারের নিজস্ব উৎপাদিত গ্যাস সিলিন্ডারের মূল্য কমালেও বেসরকারি ব্রান্ডের কোম্পানী মালিকরা মূল্য না কমানোই তাদের পূর্বের মূল্যেই বিক্রি করতে হচ্ছে। শহরের ইসলামবাগ এলাকার শাহনাজ পারভীন নামে এক গৃহিনী বলেন, গত মাসে ওমেরা ব্রান্ডের গ্যাস সিলিন্ডার নিয়ে ছিলাম ৮৫০ টাকায়। টিভির খবরে দেখলাম সরকার সিলিন্ডারের দাম কমিয়েছে। চলতি মাসের ৭ তারিখে গ্যাস সিলিন্ডার নিতে গেলে দোকানদার তার কাছ থেকে আগের মূল্য দাবি করে। দোকানদারকে সরকারের মূল্য হ্রাসের কথা বললে তিনি বলেন, আমার সিলিন্ডার আগের কেনা তাই দাম কমানো সম্ভব নয়। বাবুপাড়া এলাকার বাসিন্দা আজাহার আহমেদ বলেন, গত ৮ আগস্ট বসুন্ধরা ব্রান্ডের এলপিজি সিলিন্ডার কিনতে হয়েছে ৮৮০ টাকায়। তিনিও দাম কমার কথা বললে দোকানদার একই উত্তর দেন। এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক (দিনাজপুর অঞ্চল) মমতাজ বেগম বলেন, যেহেতু সরকারের সিদ্ধান্তে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য কমানো হয়েছে সেক্ষেত্রে কেউ যদি পূর্বের মূল্যে বিক্রি করে, তাহলে অবশ্যই তিনি ২০০৯ সালের ভোক্তা সংরক্ষণ অধিকার আইনের ৪০ ধারায় শাস্তিযোগ্য অপরাধে অপরাধি হবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]