সুনামগঞ্জে ১৩ হাসপাতালে ঢুকেছে বন্যার পানি

Share the post

সুনামগঞ্জের সরকারি ১৩ হাসপাতালে বন্যার পানি ঢুকেছে। এতে আউটডোরের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি পানিতে নষ্ট হয়েছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। তবে ভর্তি রোগীদের রাখা হয়েছে দোতলায়। বিদুৎ ও বিশুদ্ধ পানি না থাকায় বিপাকে রোগীরা।

সুনামগঞ্জের কৈতক ২০ শয্যা হাসপাতালে অন্তত ১০০ গ্রামের ৫০ হাজার মানুষ আসেন চিকিৎসা নিতে। তবে বন্যার কারনে হাসপাতালে আসতে বেগ পেতে হচ্ছে তাদের। একই রকম অবস্থা জেলার বাকি ১২টি সরকারি হাসপাতালে।কৈতক হাসপাতালে পানি ঢোকায় আউটডোর চিকিৎসা ব্যহত হচ্ছে; ভর্তি ১৬ রোগীকেই রাখা হয়েছে দ্বিতীয় তলায়। এই বন্যা পরিস্থিতির মাঝেই হাসপাতালে জন্ম নিয়েছে ফুটফুটে দুই শিশু।

চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, বন্যার মধ্যে ও তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। তবে নষ্ট হয়ে গেছে তাদের অনেক চিকিৎসকা সরঞ্জাম ও ওষুধ।এদিকে, বন্যা দূর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র হিসাবে কৈতক হাসপাতালে পাঁচ তলা দুটি ভবন সহ পাঁচটি ভবন ছেড়ে দেয়া হয়েছে।

বিচ্ছিন্ন এই জনপদে খাবার ও বিশুদ্ধ পানির পাশাপাশি চিকিসংকট ও মারাত্মক আকার ধারণ করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের মানুষ এখনো পানির নিচে তলিয়ে আছে এ জেলার বেশিরভাগ হাসপাতাল। তবে ঝড় বন্যা যাই হোক তা মাথায় নিয়েই সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসা সংশ্লিষ্টরা।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় হবিগঞ্জসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।সকালে বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূইয়া জানান, আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, ধরলা ও দুধকুমারসহ বেশিরভাগ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পিতাকে খুন করে ৯৯৯ ফোন,কন্যার নিজের আত্নসমর্পণ”

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকার সাভারে উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে। এ ঘটনায় ঘাতক মেয়ে নিজে ৯৯৯ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (৮মে) ভোরে সাভারের মজিদপুর কাঠালবাগান এলাকায় আ: কাদেরের ভাড়া বাড়ির একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ […]

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান, সংহতি শিক্ষকদের

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের একদফা দাবিতে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ৷ এছাড়াও আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি হিসেবে শুক্রবার অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করেন৷ পদত্যাগের দাবি মেনে নেওয়া না হলে […]