সুনামগঞ্জে ত্রিশটি গৃহহীন পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ

Share the post

আল হাবিব সুনামগঞ্জ : সুনামগঞ্জে ত্রিশটি গৃহহীন পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচার ইউনিয়নের বিরামপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পের ত্রিশ জন উপকারভোগীর মধ্যে ঘরের চাবি তুলে তিনি। সদর উপজেলায় গুচ্ছ গ্রাম নির্মাণের দ্বিতীয় পর্যায়ের সিভিআরপি প্রকল্পের অধীনে ৪৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে একলাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। এ প্রকল্পের অধীনে ঘর পেয়েছেন আমির হোসেন, সবিতা রানী দাস, বেগম বিবি, মোছাম্মত খাইরুন নেছা, শরীফ উদ্দিন, সাইকন আলী, রুজিনা বেগম, সাদিকুর রহমান, শাহিন মিয়া, আল আমিন, বোরহান উদ্দিন, সালিম উল্লাহ, উমর গনি, শাহীন মিয়া, আমির উদ্দিনসহ ৩০ জন গৃহহীন পরিবার। তারা বিরামপুর গ্রামের বিভিন্ন জনের জায়গায় বসত ঘর তৈরি করে বসবাস করে আসছিলেন। আজ থেকে তারা নিজস্ব ঘর বাড়ির মালিক হয়েছেন। ভূমিহীন সাইকন আলী বলেন, দীর্ঘদিন পরের বাড়িতে ঘর তৈরি করে বসবাস করেছি। এত দিন আমাদের নিজস্ব কোনো ঘরবাড়ি ছিল না, আজ নিজের ঘর বাড়ি হয়েছে। দিনমজুর শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর এ উপকার আমরা কোনোদিন ভুলবো না। এখন আমাদের নিজস্ব বসতঘর, রান্নাঘর, টয়লেট, পানির টিউবওয়েল সব হয়েছে। ছুরত বিবি বলেন, নিজেরা এমন ঘর জীবনের তৈরি করতে পারতামনায় সরকার দিছে তাই পাইছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর মুজিববর্ষের অঙ্গীকার কেউ গৃহহীন থাকবে না। আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার। সারা দেশের গৃহীন লোকদের প্রধানমন্ত্রী বসতগৃহ দিচ্ছেন। জেলায় ৪ হাজার গৃহহীন মানুষকে ঘর দেয়া হবে। চাবি হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, মো. জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

শায়েস্তাগঞ্জে নারী ও শিশু মামলায় আসামী গ্রেফতার!

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাওছার মিয়া কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নোয়াগাঁও(বাখরপুর এলাকা থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও(বাখরপুর) গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র মোঃ […]

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় […]