সীতাকুণ্ডে ঘরে যুবকের ঝুলন্ত লাশ

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় একটি ঘরে ঝুলন্ত অবস্থায় থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে ভাটিয়ারীর মির্জানগর জেলে পাড়া এলাকার একটি বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
মৃত অপু জলদাস (২৮) নগরের বন্দর থানাধীন হোন্দল পাড়ার নেপাল জলদাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাটিয়ারী মির্জানগর এলাকায় বসবাস করতেন।
সীতাকুণ্ড থানার ওসি দোলোয়ার হোসেন জানান, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অপু জলদাসের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো বিষয় নিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।