সিলেট করোনা ভাইরাসের আক্রান্ত প্রথম রোগী শনাক্ত
মোঃ তামিম রহমান চৌধুরী (সিলেট) : সিলেটে এবার করোনায় আক্রান্ত হলেন এক চিকিৎসক। আক্রান্তকারী চিকিৎসক এবং ওই পরিবারকে সাথে সাথেই লকডাউনে রাখা হয়েছে। ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এতথ্য নিশ্চিত করেছেন তবে জনস্বার্থে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য ওই চিকিৎসকের নাম পরিচয় গোপন করা হয়েছে। ওই চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিলে তার স্যাম্পল ঢাকায় পাঠানো হয়। আজ রোববার (৫ এপ্রিল) তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর পরই ডাক্তারসহ পরিবারকে লাকডাউন ঘোষণা করা হয়। বিষয়টি সিলেটের জেলা প্রশাসক ও সিভিল সার্জন অবহিত রয়েছেন বলেও জানা যায়।