সামাজিক সংঘটন “উল্লাস” এর খাদ্যদ্রব্য বিতরণ
আজাদ চৌধুরী (চট্টগ্রাম) : নগরীর সামাজিক সংঘটন “উল্লাস” এর উদ্যোগে চকবাজার এলাকায় দিনমজুর মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করা হয়। চকবাজারস্ত ফুলতলা, বড়মিয়া মসজিদ, রসূলবাগ আ/এলাকায় এসব বিতরণ করা হয়। প্রথম ধাপে তারা ৪১ জনের মাঝে বিতরণ করেন এসব। তারা প্রতি জনকে চাল, ডাল, পেয়াজ, আলু, সাবান ইত্যাদি বিতরণ করেন। তাদের আশা তারা এই উদ্যোগ প্রচলিত রাখবে।