সামাজিক দুরুত্ব নিশ্চিত করার লক্ষ্যে থানা ছাত্রলীগ
সজীব আনোয়ার ইভানঃ করোনা(COVID-19) ভাইরাস মোকাবেলায় সাধারণ জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে চাঁদগাঁও থানা ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা পাওয়ার পর থেকেই চাঁদগাঁও থানা ছাত্রলীগ তৃণমূলের ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাণঘাতী করোনা(COVID-19) ভাইরাস প্রতিরোধে কাজ করে চলেছে তার ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ আ. উ. তাহসিন এর নেতৃত্বে চাঁদগাঁও থানার আওতাভুক্ত হাজিরপুল, অদূর পাড়া, শামসের পাড়া মেডিকেল মোড়ে মুদির দোকান, ঔষধের দোকান ও সবজি দোকান গুলোর সামনে সামাজিক দুরুত্ব নিশ্চিত করার চেষ্টায় “দূরে দূরে থাকি, দেশকে ভালো রাখি” স্লোগানে গোল বৃত্ত অংকন করে দেয়।
ছাত্রলীগ নেতা তাহসিন দোকানদার ভাইদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন আপনারা করোনা(COVID-19) ভাইরাসে আতঙ্কিত না হয়ে একটু সচেতন ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করে মাল ক্রয়-বিক্রয় করুন। আমরা বিজয় থেকে দূরে নয়। তীরে এসে তরি ডুবানোর মত খেয়ালি পনা করলে ভয়াবহ মাসুল দিতে হবে তাই সরকারি নির্দেশনা গুলো মেনে সুনাগরিকের পরিচয় দিন। নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন।
তৃণমূলের ছাত্রনেতারা বলেন, এই(COVID-19) মহামারিতে দেশের দুর সময়ে গরীব দুঃখী মানুষের পাশে ছাত্রলীগ আছে এবং সামনের দিন গুলিতেও মুজিবের হাতে গড়া সংগঠন ছাত্রলীগ আপনাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেয়। ছাত্রনেতাদের মাঝে উপস্থিত ছিলেন সুমন, ফাহিম, আরফাত সহ প্রমুখ।