সাভারে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টারের উপর হামলা, মামলা গ্রহণে পুলিশের অস্বীকৃতি।

Share the post

মো. রাশেদুল ইসলাম: সাভারে ঢাকা আরিচা মহাসড়কের ফুটপাতের উপর অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করার সময় যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মতিউর রহমান ভান্ডারী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রবিবার দুপুর ১২ সাভার নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুল খালেক নামে একজনকে আটক করা হলেও মামলা নেয়নি সাভার মডেল থানা পুলিশ।ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেটের সামনে জমি দখল করে শতাধিক অস্থায়ী দোকান বসানো হয়েছে। এই অস্থায়ী দোকানগুলো থেকে নিয়মিত মোটা অংকের চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে সাভার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও ম্যানেজারের বিরুদ্ধে। রবিবার দুপুরে ভুক্তভোগী সাংবাদিক ফুটপাতের অস্থায়ী দোকানগুলোর ছবি তুলতে গেলে নিউ মার্কেট কর্তৃপক্ষের মদদে মার্কেটের সিকিউরিটি গার্ডসহ একদল দুর্বৃত্ত সাংবাদিক মতিউর রহমান ভান্ডারীর উপর হামলা করে।

স্থানীয় সাংবাদিকেরা ভুক্তভোগীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ হামলায় সাংবাদিক মতিউর রহমানের বাম কান মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।এ বিষয়ে সাংবাদিক মতিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করলেও অজানা কারণে মামলা নিতে গড়িমসি করেছে। আমাকে ৬-৭ ঘণ্টা থানায় বসিয়ে রেখে পরে মামলা নিতে অস্বীকৃতি জানায় সাভার মডেল থানা পুলিশ।

মামলার বিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম বলেন, অভিযোগে থাকা মার্কেট কর্তৃপক্ষের নাম বাদ দিয়ে পুনরায় অভিযোগ করলে মামলা নেওয়া হবে।মামলা না নেওয়ার ব্যাপারে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ) আব্দুল্লাহিল কাফি জানান, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগে কিছু নাম রয়েছে, সেগুলো পর্যালোচনা করতে কিছুটা সময় লাগছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

K English Nest Canada স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Share the post

Share the postবাচ্চাদের Native Speaker এর মতো করে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্যে প্রথম ২০১৮ সালে গড়ে তুলেছিলাম Kids Club. সেই সময় বাচ্চা এবং অভিভাবকদের অসীম আগ্রহ, আমাকে উৎসাহিত করেছে এই ধারাকে অব্যাহত রাখতে। ২০২২ সালে কানাডা যাওয়ার পর এবং সেখানে স্কুলে কাজ করার মাধ্যমে Native Speaker এর মতো কথা বলার গুরুত্ব আরও বুঝতে পারলাম। […]

শুরু হয়েছে প্রপার্টি এক্সপো–২০২৩

Share the post

Share the postঢাকা বিভাগ : প্রপার্টি এক্সপো–২০২৩ শুরু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাজধানীর গুলশান-১ এ রাতুল প্রপার্টিজের কর্পোরেট অফিস থেকে শুরু হয়ে এই এক্সপো চলবে আগামী ২৬ অগাস্ট পর্যন্ত ।প্রতিষ্ঠানটির সিইও সোমনাথ সরকার বলেন, এই এক্সপোর মাধ্যমে আমরা আমাদের সকল সার্ভিসগুলো গ্রাহকের সামনে তুলে ধরতে পারবো। তাদের চাহিদামত ওয়ান স্টপ প্রপার্টি সল্যুশন প্রদান করতে পারবো। […]