সন্ধ্যার পর কিছুটা প্রাণ ফিরছে পুনাক মেলায়

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ভোলায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে সরকারি স্কুল মাঠে চলছে মাসব্যাপী শিল্প পণ্য মেলা। স্থানীয়দের কেনাকাটা ও বিনোদনের জন্য আয়োজিত এ মেলা এখনো পুরোপুরি জমে ওঠেনি। আয়োজকরা আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই মেলায় মানুষের ভিড় বাড়বে এবং প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

গত ১২ মার্চ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন বিকেলের পর দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। তবে রোজার কারণে দিনভর মানুষের আনাগোনা তুলনামূলক কম দেখা যাচ্ছে। সন্ধ্যার পর ভিড় কিছুটা বাড়লেও আগের বছরের তুলনায় এখনো মেলা পুরোপুরি জমেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অনেক স্টল এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি।

মেলায় ৮০টি স্টল রয়েছে, যেখানে বাহারি পোশাক, প্রসাধনী, অলংকার, চুড়ি-মালা, গৃহসজ্জার সামগ্রীসহ নানা পণ্য বিক্রি হচ্ছে।শিশুদের বিনোদনের জন্য মেলায় রয়েছে নাগরদোলা, ইলেকট্রিক ট্রেন, জাম্পিংসহ নানা রাইড। সন্ধ্যার পর আলোকসজ্জার ঝলকানিতে মেলা কিছুটা জমে উঠলেও সাধারণ ক্রেতাদের উপস্থিতি এখনো আশানুরূপ নয়।

দোকানিরা বলছেন, মেলার শুরুতে কেনাকাটা কিছুটা কম থাকলেও তারা আশাবাদী, রোজার শেষের দিকে যখন ঈদের কেনাকাটা পুরোদমে শুরু হবে, তখন বিক্রি অনেক গুণ বেড়ে যাবে। আয়োজকরাও মনে করছেন, ঈদ যতই ঘনিয়ে আসবে, মেলায় মানুষের ঢল নামবে, যা বিনোদনের পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য বিক্রিও জমিয়ে তুলবে।

মাসব্যাপী চলমান এই মেলাটি ভোলার মানুষের জন্য শুধু কেনাকাটার স্থান নয়; এটি এক মিলনমেলা, যেখানে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানো যায়। আয়োজকরা আশা করছেন, সামনের দিনগুলোতে মেলায় দর্শনার্থীর সংখ্যা বাড়বে এবং এটি ভোলার অন্যতম প্রাণবন্ত আয়োজনে পরিণত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন

Share the post

Share the postনারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে সদর রোড কে জাহান মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক রাইসুল […]

ধর্ষণের বিরুদ্ধে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

Share the post

Share the postনারী ও শিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা ও ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ভোলায় শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাগুরায় ধর্ষণের পর শিশুহত্যাসহ সাম্প্রতিক […]