সন্দ্বীপ শিশুদের নিয়ে ওয়াস ও করোনা ভাইরাস নিয়ে সর্তকতা মুলক সভা
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি) : সন্দ্বীপ রিকল ২০২১ প্রজেক্ট এসডিআই বিভিন্ন কমিউনিটিতে শিশু দলের ক্যাম্পেইন নিরাপদ পানি, নিরাপদ স্বাস্থ্য ভ্যাস ও করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি মুলক আলোচনা সভা শুরু করছে। তার ধারাবাহিকতায় আজ কালাপানিয়া ইউনিয়নে এই বিষয়ে শিশুদের নিয়ে গঠিত শিশু থেকে শিশু দল বা সি- টু-সি দলে আলোচনায় অংশ নেন রিকল প্রতিনিধি বাদল রায় স্বাধীন। সভায় করোনা ভাইরাসে আক্রান্ত না হওয়ার জন্য ধুলা-বালি থেকে দুরে থাকা এবং কারো সর্দি কাশি থাকলে তাদের চোখ ,নাক,মুখ স্পর্শ করা থেকে যথাসম্ভব বিরত থাকা বিষয়ে পরার্মশ সহ নিজেদের নিরাপদ রাখতে সাবান ও পানি ব্যবহার করে অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়ার কথা বলা হয়। এছাড়াও বারবার হাত পরিষ্কার করার কথা বলে এবং মাক্স ব্যবহার করে চলাচল করতে সর্তক করে