সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের নতুন কমিটি ঘোষনা করেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা খোদাবক্স সাইফুল
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): খোদাবক্স সাইফুল যিনি বর্তমান সন্দ্বীপ নব-প্রজন্মের আইডল। সন্দ্বীপের সকল মানব সেবায় সবার আগে এগিয়ে আসা এক মানব দরদী তরুণের নাম। খোদাবক্স সাইফুলের উদ্যোগে চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার হাজারো তরুণ নিয়ে গঠন করেন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম নামে একটি সংগঠন। যে সংগঠনের প্রধান কাজ হলো সন্দ্বীপের অবহেলিত সকল জন সেবায় কাজ করা এবং রক্ত লাল ভালোবাসা দিয়ে অন্যের জীবন গড়ে তোলা। সন্দ্বীপ ব্লাড ডোনার সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও প্রতিষ্ঠাতা খোদাবক্স সাইফুল যিনি আজ ১০ জুলাই ২০২০ ইং রোজ শুক্রুবার বিকাল ৩ ঘটিকায় অনলাইন লাইভে এসে ২০২০-২০২১ বর্ষের নতুন কমিটি ঘোষনা করেন। খোদাবক্স সাইফুল অনলাইন লাইভে নতুন কমিটি ঘোষনার আগে বলেন দুই বছরে প্রায় ছয় হাজার রোগী কে রক্ত প্রদান, ভিবিন্ন রোগী কে ২ লাখ ৮০ হাজার টাকা, শিক্ষা খাতে ৭৩ হাজার টাকা, ভিবিন্ন দুর্যোগে প্রায় ৯৬ হাজার টাকা প্রদান করে সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম। তিনি তার সংগঠনের সকল সদস্যবৃন্দের জন্য সন্দ্বীপ বাসীর কাছে দোয়া ছেয়ে তিনি ২০২০-২০২১ নতুন কমিটি ঘোষনা করেন যেখানে কোরবান আলি কে সভাপতি ও শেখ রুবেল কে সাধারন সম্পাদক, টিপু সুলতান কে অর্থসম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। কমিটিতে পদ পাওয়া সদস্য ১/ কোরবান আলী (সভাপতি) ২/শেখ রুবেল (সাঃ সম্পাদক) ৩/ টিপু সুলতান(অর্থসম্পাদক) ৪/জাহেদ খান (সহ অর্থসম্পাদক) ৫/ জাফর ইসলাম (সাংগঠনিক সম্পাদক) ৬/রবিন খাঁন (মেম্বারশীফ চেয়ারম্যান) ৭/রিজবি (প্রজেক্ট চেয়ারম্যান) ৮/কাউসার মনির (প্রচার সম্পাদক) ৯/ সোহেল রানা(সহ প্রাঃ সম্পাদক) ১০/আব্দুল হালিম (ধর্ম সম্পাদক) ১১/মোমেন উদ্দীন ( শিক্ষা সম্পাদক) ১২/ইসরাত জাহান নিশা(মহিলা সম্পাদিকা) ১৩/জাহিদ শাহরিয়ার শাকিল(তথ্য প্রযুক্তি সম্পাদক) ১৪/ আল আমিন (মিডিয়া প্রকাশনা সম্পাদক) ১৫/রুবেল (দুর্যোগ সম্পাদক) ১৬/মেহেদী হাসান (সাহিত্য সম্পাদক) ১৭/মামুনুর রশীদ মামুন(ক্রীড়া সম্পাদক) ১৮/মেহেদী তুষার (সহ ক্রীড়া সম্পাদক) ১৯/মেহেরাজ হাসান রনি (সাংস্কৃতিক সম্পাদক) ২০/ নুরনবী আরমান (সমাজ কল্যান সম্পাদক) ২১/তামজিদ হোসেন রাজু(দপ্তর সম্পাদক) ধন্যবাদ পদ পাওয়া সকল সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের সকল সদস্যবৃন্দ কে আপনাদের জন্য দোয়া ও শুভ কামনা রইল।