সন্দ্বীপ বাউরিয়া ইউনিয়ের বাসিন্দা পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা আটক।
মোঃ ফায়েল খান,(সন্দ্বীপ প্রতিনিধি): মারজিয়া আক্তার(১৯) নামে এক রোহিঙ্গা নারী রবিবার নগরের মুনসুরাবাদ পাসপোর্ট অফিসে যায় আবেদন করতে তার কথাবার্তা সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন পাসপোর্ট কতৃপক্ষ।
চট্রগ্রাম ভিসা ও পাসপোর্ট কার্যালয়ের পরিচালক আবু সাঈদ বলেন, সন্দ্বীপ বাউরিয়া ইউনিয়নের বাসিন্দা পরিচয় দিয়ে পাসপোর্ট আবেদন করেন এক নারী।তিনি জন্মসনদ,মা-বাবার পরিচয়পত্র দেন।
তার কথাবার্তা সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদ করা হয়।একপর্যায়ে তার আঙ্গুলের ছাপ পরিক্ষা করে দেখা যায়। কক্সবাজার উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সালে তিনি রোহিঙ্গা হিসেবে নিবিন্ধিত হোন। ক্যাম্পে তার মা-বাবা রয়েছেন।
পরিচালক আবু সাঈদ আরো বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিকার করেছেন তিনি একজন রোহিঙ্গা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে মামলা করা হয় বলে জানান তিনি।