সন্দ্বীপ করোনা প্রতিরোধ কমিটির জরুরি মিটিং
জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি): দেশের বিচ্ছিন্ন দ্বীপ এলাকা সন্দ্বীপে করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। সন্দ্বীপে যদি কারো দেহে করোনা আক্রান্তের আলামত দেখা দেয় তাদের জন্য প্রাথমিক ৫টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে বলে জানান সন্দ্বীপ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ ফজলুল করীম।গতকাল শনিবার সকাল ১১.৩০টায় কমিটি সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ।সভায় জানোনা হয় সন্দ্বীপ হারামিয়া ২০শয্যা হাসপাতালে ৫টি কক্ষে ৫টি আলাদা আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে।এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফ্লু কর্ণার চালু করা হয়েছে।

এ ছাড়া সভায় আরো জানানো হয় হয়,আইসোলেশন থাকা রোগিদের সেম্পল বিশেষ ব্যাবস্থায় চট্টগ্রামের ফৌজদারহাট সংক্রামণ ব্যাধি হাসপাতাল পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।যদি করো নমুনা পজেটিব হয় তাহলে তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ করা হবে।এ ব্যাপারে সন্দ্বীপ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ ফজলুল করিম বলেনঃ-সন্দ্বীপ উপজেলায় কোন করোনা পরীক্ষা কোনো ব্যাবস্থা নেই তবে প্রতিরোধ জরুরি ভিত্তিতে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ ব্যাপারে সন্দ্বীপবাসীদের ভীতিমুক্ত থাকা ও আতংকমুক্ত না হওয়ার পরামর্শ দেন।