সন্দ্বীপে সরকারি চাল নিয়ে চালবাজি করায় এক ডিলার গ্রেপ্তার।

Share the post

জামসেদ আলম(সন্দ্বীপ প্রতিনিধি): চট্টগ্রামে সন্দ্বীপে সরকারি চাল নিয়ে চালবাজি করে অতিরিক্ত দামে বিক্রি উদ্দেশ্য মজুতের অপরাধে মোঃ রফিকুল ইসলাম নামের এক ডিলার গ্রেপ্তার করেছে পুলিশ।সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রির অনিয়মের মাধ্যমে আত্মাসাতের অভিযোগে বুধবার ১৫এপ্রিল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে রফিকুল ইসলাম খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় মগধরা ইউনিয়নের ষোলশহর বাজারে সুবিধাভোগী কার্ডধারীদের নিকট চাল বিক্রি করেন।এপ্রিলে ৪৮৭ জন সুবিধাভোগীর জন্য খাদ্য অধিদপ্তর থেকে প্রতি কেজি ৮টাকা ৫০পয়সা ধরে ১৪,৬১০মেট্রিক টন চাল সংগ্রহ করেন প্রত্যেক কার্ডধারীদের সুবিধাভোগীর নিকট বিক্রি হয় কেজি ১০টাকা করে ৩০কেজি করে চাল বিক্রির কথা থাকলেও, গ্রাহকদের থেকে ৩০কেজি চালের দাম নিয়ে ২৭-২৮কেজি দিচ্ছেন তিনি।চাল কম দেয়ার অভিযোগ উঠলে দ্রুত সময়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা ডিলার রফিকুল ইসলামের গুদামে আসেন।অভিযোগের সত্যতা পেয়ে সন্দ্বীপ থানায় মামলা করেন।পুলিশ বুধবার রাতে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন। এ সময় তার গুদাম থেকে ২২০কেজি চাল উদ্ধার করা হয়।এই বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা রবীন্দ্র লাল চাকমা বলেনঃ-রফিকুল ইসলাম গ্রাহকদের থেকে ৩০কেজি চালের দাম নিয়ে ২৮কেজি দিচ্ছে। তার বিরুদ্ধে এভাবে ৯৩৮ কেজি চাল খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করতে অবেধভাবে মজুত করার প্রমাণ পেয়েছি। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ শরিফ আলম বলেনঃ খাদ্য নিয়ন্ত্রকের অভিযোগের প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং তার অতিরিক্ত খাদ্য জব্দ করেছি।তাকে কোর্টে হাজতে প্রেরণ করে রিমেন্ডের আবেদন করা হয়েছে।রিমেন্ড মঞ্জুর হলে তার স্বীকারোক্তি নিয়ে কম দেয়া চাল উদ্ধার করে এবং জব্দকৃত চাল গুলো নির্বাহী কর্মকতার মাধ্যমে যারা কম পেয়েছে তাদের মাঝে বিতারণ করা হবে।এ ছাড়া মগধরা,গুপ্তছড়া বাজারের ডিলার মনছুর ও সারিকাইত ডিলার আসিফ মেম্বারের স্ত্রী রাজিয়া সুলতানার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছি।চাল বিতারণ শেষ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গুপ্তছড়া- কুমিরা ঘাটে ভাড়া বুদ্ধির কারনে প্রতিবাদ সমাবেশ ১১ ফেব্রুয়ারি।

Share the post

Share the postমোঃফায়েল খান (সন্দ্বীপ): গুপ্তছড়া -কুমিরা নৌরুটে স্পীড বোটের ভাড়া বৃদ্ধি,অব্যবস্থাপনা, সামান্য মাল থাকলেও অযৌক্তিক ভাড়া সহ যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে সন্দ্বীপ ডেভলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার উদ্যোগে এবং সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ হরিশপুর নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ ফ্রেন্ডস ক্লাব ও সোনালী […]

সন্দ্বীপ ১৮ বছরের নিচে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ ।

Share the post

Share the postমোঃ ফায়েল খান,(সন্দ্বীপ): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার যানবাহন চলাচলের মধ্যে বেশি চলে মোটরসাইকেল আর তাতে বেড়ে চলছে মোটরসাইকেল এক্সিডেন্ট। তবে এক্সিডেন্ট শতকরা ৮৫ % হচ্ছে ১৮ বছরের নিচে ছেলেরা। তাই চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ উপজেলার ১৮ বছরের নিচে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষনা করছেন এবং তার সাথে অমান্যকারী কে জেল ও জরিমানা […]