সন্দ্বীপের সাংসদ,মানবিক মিতা রহমান এর দৃষ্টান্ত
মাহামুদুল হাসান জিহাদ:(সন্ধীপ প্রতিনিধি): সন্দ্বীপে হটলাইন হতে প্রাপ্ত ৪১৩২ জনের ঘরে ঘরে মানবিক সাংসদ জননেতা মাহফুজুর রহমান মিতা এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে ভালোবাসার উপহার কার্যক্রম উদ্বোধন। উল্লেখ্য প্রাথমিক ভাবে সারা সন্দ্বীপে প্রায় ৪০০০ হতদরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন, দ্বিতীয় পর্যায়ে আজ থেকে, হটলাইন হতে প্রাপ্ত ৪১৩২ জনকে ঘরে ঘরে ভালোবাসার উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেন।