ষোল বছর পর দুর্গাপুরে বিএনপি’র সম্মেলন আজ
তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর দীর্ঘ ষোল বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার (২৮জুন)। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মী এবং বিএনপি সমর্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে দিনব্যাপি এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন উদ্বোধন করবেন, জেলা বিএনপি‘র আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিশেষ অতিথি‘র বক্তব্য রাখবেন, জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপি‘র সদস্য ড. রফিকুল ইসলাম হেলালী, জেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক, এডভোকেট মো. মাহফুজুল হক, মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, এতে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপি‘র আহবায়ক মো. জহিরুল আলম ভুইয়া এবং সঞ্চালনা করবেন, দুর্গাপুর পৌর বিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গণি।উল্লেখ্য : ইতোমধ্যে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন মো. হারেজ গণি। আগামীকাল উপজেলা বিএনপি‘র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এবং পৌর বিএনপি‘র সভাপতি পদে নির্বাচন হবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপি‘র নেতাকর্মীগন।