

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা শ্রীপুর উপজেলার সদরের অন্যতম বিদ্যাপীঠ শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনৈতিবিদ যোগাযোগ বিষয়ক সম্পাদক, মাগুরা জেলা যুবদল, যোগাযোগ বিষয়ক সম্পাদক, মাগুরা জেলা যুবদল ।সাবেক, যুগ্ন আহবায়ক মাগুরা জেলা ছাত্রদল। । ও সাবেক নির্বাচিত সভাপতিশ্রীপুর সরকারি কলেজ ছাত্রদল মো: মুন্সি জয়নুল আবেদীন।
শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত করায়,আমার পরিবার ও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে যাদের সহযোগিতায় আজ আমার ভাই কে যে সম্মানে সম্মানিত করা হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গত ২০২৫ সালের ৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড যশোর কর্তৃক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে কমিটি অনুমোদন ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাসের জন্য এ কমিটি বলবৎ থাকবে, এর মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী সাধারণ শিক্ষক সদস্য মো: খন্দকার আবু নঈম, অভিভাবক সদস্য মো: সেলিম রেজা
শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো: মুন্সি জয়নুল আবেদীন বলেন, আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়াই বিদ্যালয়ের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিদ্যালয়ের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো, এজন্য আমি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলীসহ স্থানীয় নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা কামনা করছি।