শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন শিক্ষক, অফিস সহকারী ও দপ্তরি

Share the post
নূর আলম,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় চত্বরে প্রতিষ্ঠানটির শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেকিম, অফিস সহকারী হযরত আলী এবং প্রয়াত দপ্তরি আনোয়ার হোসেনকে। মরহুম আনোয়ার হোসেনের স্মরণে মরনোত্তর বিদায়ী স্মারক প্রদান করা হয়। বিদায়ী অতিথিদের সম্মাননা স্মারক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান খান চুন্নু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নগুয়া ভাউরতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আজিজুর রহমান খান রাসেল।
সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক হাবিবউল্লাহ, এবং সাবেক শিক্ষার্থী খাইরুল ইসলাম খান, শেখ সোহেল রানা, ফয়জুর রহমান (ফয়েজ) ও আব্দুল হালিম।
বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল হেকিম ও অফিস সহকারী হযরত আলী তাদের কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, “ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাই আমাদের যে সম্মান দিয়েছেন, তাতে আমরা গর্বিত ও আনন্দিত।”বিদায়ী তিনজনের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]