

ইবি প্রতিনিধি : সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসবের আয়োজন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাম ফর রোড চাইল্ড (সিআরসি)। শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিশুদের মধ্যে কাঁঠাল, কলা, আপেল, জামরুল, ড্রাগন ফল, আনারস, খেজুর, আমড়া, জাম, পেয়ারা সহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিতরণ করা হয়। এছাড়া শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও খেলাধুলার মতো নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উৎসবে উপস্থিত ছিলেন সিআরসি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, সাবেক সভাপতি আব্দুল্লাহ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি প্রমুখ।
সিআরসির সভাপতি ইমদাদুল হক বলেন, “সিআরসি মূলত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। আমাদের রয়েছে একটি স্কুল—‘সিআরসি স্কুল’—যেখানে ২০-২৫ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পুষ্টির চাহিদা পূরণ ও আনন্দ দিতে এই ফল উৎসবের আয়োজন করেছি। শিশুদের সুস্থ ও প্রাণবন্ত বিকাশে আমাদের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”