

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা যুবদলের সদস্য সচিব, আব্দুল্লাহ আল মাহমুদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা বিআরডিপি কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু।
এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিআরডিবির কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম (রাজা), উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বক্তিয়ার ভূঁইয়া উপজেলা বিএনপি’র কৃষক দলের সভাপতি আবুবক্কার (রঞ্জু) রহমত, তোতা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানকে মিষ্টিমুখ করান এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।