শরণখোলায় পানিতে পড়ে কার্গো শ্রমিকের মৃত্যু

Share the post

মোঃনাজমুল ইসলাম,শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় সিমেন্টবাহী কার্গোর ইঞ্জিনের ময়লা ছাড়াতে খালে নেমে নিখোঁজের সাত ঘন্টা পরে ইঞ্জিন মিস্ত্রি মোঃ জয়নাল শিকদারের (৪৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার একটি ডুবুরী দল শরণখোলা উপজেলা সদরের বান্দাকাটা খাল থেকে জয়নালের মরদেহ উদ্ধার করে। এর আগে বেলা ১১টার দিকে এহসান কোম্পানির সিমেন্টবাহী একটি কার্গোর ইঞ্জিনের পাখায় জড়ানো ময়লা ছাড়াতে বান্দাকাটা খালে নেমে নিখোঁজ জয়নাল। নিহত মোঃ জয়নাল শিকদার শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের আব্দুল হক শিকদারের ছেলে এবং সিমেন্টবাহী একটি কার্গোর ইঞ্জিনের মিস্ত্রি ছিলেন। জাহাজের চুকানি (চালক) মোঃ রাসেল বলেন, রবিবার সকালে বরিশালের মুলাদী এলাকায় সিমেন্ট নামিয়ে বানরীপাড়া হয়ে সোমবার সকালে শরণখোলা বান্দাঘাটা এলাকায় পৌছাই আমরা। কার্গো থামানোর পরে বুঝতে পারি ইঞ্জিনে ময়লা জমেছে। ইঞ্জিন মিস্ত্রি জয়নাল শিকদার ইঞ্জিনের ময়লা ছাড়াতে খালে নামেন। কয়েক মিনিট পার হয়ে যাওয়ার পরে যখন জয়নাল ভাই ওঠেনি। তখন আমরা সবাইকে ডাক দেই এবং খোজাখুজি শুরু করি। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, নিখোজের খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি।দুপুর দুইটার দিকে খুলনার ডুবুরি দল আমাদের সাথে উদ্ধার অভিযানে অংশ নেয়। ডুবুরি দলের প্রায় চার ঘন্টা অভিযান শেষে জয়নাল শিকদারের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই আমরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের সংঘর্ষে নারী সহ নিহত- ৪

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছে। এসময় আরো ৩ যাত্রী আহত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী স্কুল শিক্ষিকা নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার […]