লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের সঙ্গে বিদ্যালোক পরিবারের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক (সিলেট): হাওর পাড়ের এক মাত্র শিক্ষা বিষয়ক শিক্ষার্থীদের পত্রিকা সাহিত্য সংকলন “বিদ্যালোক” হাওর পাড়ের শিক্ষার খবর এর সম্পাদক মোঃ তামিম রহমান চৌধুরী এর নেতৃত্বে সদস্যদের নিয়ে ড.মোঃ কামরুজ্জামান চৌধুরী,উপাচার্য ,লিডিং ইউনিভার্সিটি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় ফুলের শুভেচ্ছাসহ সাহিত্য সংকলন বিদ্যালোক হাওর পাড়ের শিক্ষার খবর দেওয়ার হয় ।। পত্রিকার প্রশংসা করে উপাচার্য বলেন ,মানুষের সৃষ্টিশীল উদ্ভাবনী প্রচেষ্টাই আজকের আধুনিক পৃথিবী। বিজ্ঞান ও সাহিত্য এই দুই ভুবন মননশীল মানুষের মেধা বিকাশের অন্যতম বিচরণ ক্ষেত্রে মেধাবীরা দুই জগৎ কে করেছে বিকশিত পৃথিবী হয়েছে আলোকিত এই পত্রিকার চেতনা সমগ্র সিলেট এ দিতে এবং বিদ্যালোক অনেক দূরে এগিয়ে যাবে এই প্রত্যাশা করে সকল প্রকার সহযোগিতার জন্য বলতে বলেন। এসময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ও আইন বিভাগের বিভাগীয় প্রধান রাশেদুল ইসলাম ।আরোও উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মিজানুর রহমান,সায়েক,রাকিব, ফুয়াদ, সায়েম,অভি,রেদুয়ান,রাজু ,সায়মন , সাইদুল প্রমুখ।।