লাঠিসোঁটা নিয়ে মহিলা দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯

Share the post

চট্টগ্রাম: নগর মহিলা দলের দুই নেত্রীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৯ নেতাকর্মী আহত হয়েছেন।

ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নগরের কাজীর দেউড়ির সমাবেশ ক্লাবের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে বর্তমান সভানেত্রী বেগম ফাতেমা বাদশা নিজেও আহত হয়েছেন। তার অভিযোগ মনোয়ারা বেগম মনি ও তাসলিমা বেগমের অনুসারীরা তাদের উপর অতর্কিত হামলা করেছে। তবে মনোয়ারা বেগম মনির দাবি তিনি এ ঘটনায় জড়িত নন। এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র

এ ঘটনায় নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গোলজার বেগম, জামালখান ওয়ার্ডের সভানেত্রী মরজিনা বেগম, কোতোয়ালী থানার ভাইস প্রেসিডেন্ট খালেদা বেগম, মহিলা দল নেত্রী জাহেদা সোলতানা, তাসলিমা আখতার, আনোয়ারা জাহান, নুরজাহান বেগম, হাজেরা বেগম আহত হন। তারা সবাই ফাতেমা বাদশার অনুসারী।

নগর মহিলা দলের সভানেত্রী বেগম ফাতেমা বাদশা বাংলানিউজকে জানান, জামালখান ওয়ার্ড ও বাগমনিরাম ওয়ার্ড কমিটি গঠন করতে সমাবেশ ক্লাবে যাওয়ার সময় মনোয়ারা বেগম মনির অনুসারী প্রায় অর্ধ-শতাধিক সন্ত্রাসী অতর্কিত হামলা করে ৯ নেতাকর্মীকে আহত করেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে

এ বিষয়ে পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানান বেগম ফাতেমা বাদশা।

অভিযোগের বিষয়ে মনোয়ারা বেগম মনি বাংলানিউজকে বলেন, আমি ওয়ার্ড কাউন্সিলর। ওয়ার্ডের কাজ নিয়ে আমি ব্যস্ত। ওই ঘটনায় আমি ছিলাম না, আমাকে জড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নরসিংদীতে ১৭ মামলার আসামী গ্রেফতার অস্ত্র-মাদক ও গানপাউডার উদ্ধার

Share the post

Share the postআশিকুর রহমান,নরসিংদী : নরসিংদীর রায়পুরা থেকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ১৭ মামলার পলাতক আসামী তৈয়বকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার (১৮ আগষ্ট) সকালে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তৈয়বুর রহমান ওরফে […]

ভোলার চর কুকরী মুকরীতে শুটকি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: ভোলা জেলার চর কুকরী মুকরীতে এডাপটেশন লার্নিং সেন্টারের উদ্যোগে আজ শনিবার একদিনব্যাপী “শুটকি উৎপাদন ও ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। প্রশিক্ষণে স্থানীয় জেলে ও নারী সদস্যদের জন্য সহজ পদ্ধতিতে নিরাপদ শুটকি উৎপাদন, সঠিক ব্যবস্থাপনা, ছোট জায়গায় অধিক পরিমাণে শুকানোর কৌশল […]