রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতির আয়োজনে হতদরিদ্রদের মাঝে খাদ্র সামগ্রী বিতরন করা হয়
কুমিল্লা প্রতিনিধি: করোনা ভাইরাস কোভিক-১৯ মহামারিতে যখন সারা বিশ্ব আক্রান্ত, ঠিক সেই সময় কুমিল্লা অঞ্চলের কিছু গরিব এবং হতদরিদ্র ৫০ টির ও বেশি পরিবারের মাঝে খাবার (চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, ডেটল সাবান) বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক ক্লাবের ক্লাব সভাপতি রো. মাসুমুল বারী কায়সার, সদ্য অতীত সভাপতি এবং জেলা যুগ্মসচিব রো. মোফাজ্জল হোসেন রনি, ক্লাব সচিব রো. অর্ণব সিংহ রায়, ক্লাব মেম্বার রো. মঈনুল ইসলাম মুন্না, রো. শারাফাত সিজান, রো. আশিকুর রহমান চৌধুরী, রো. প্রিন্স আহমেদ, রো. পারভেজ আহমেদ, রো. তাসলিমা সুলতান চৌধুরী।উক্ত আয়োজনকে সফল করতে আরো উপস্থিত ছিলেন অভিভাবক ক্লাব রোটারি ক্লাব অব ময়নামতির সম্মানিত সভাপতি রোটারিয়ান আব্দুর রাজ্জাক এবং সম্মানিত আরসিসি রোটারিয়ান ইঞ্জিনিয়ার আমিনুল রসুলসহ সাংবাদিক মহিউদ্দিন ভূইয়া।