রোজা মুখে নিয়ে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ নেতা শ্রাবণ কায়েছ হেলাল নয়ন
চট্টগ্রাম (চন্দনাইশ) : চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে কেশুয়া১ নাম্বার ওয়ার্ডে এক কৃষককে ১০গন্ডার জমির ধান কেটে দেন ছাত্রলীগ নেতারা মহামারী করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট থাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের ছেলেরা এ কাজ করেন ০১/০৫/২০২০ তারিখ। সকালে নামাজ পড়ে রোজা মুখে নিয়ে এই কাজ শুরু করে কৃষকঃ লোকটি বলে এই মহামারী দুর্যোগে আমি আমার ধান কাটার জন্য কোন শ্রমিক পাচ্ছিলাম না।

কিন্তু আমার এলাকার ছাত্রলীগের ছেলেরা আমার খোঁজ নিয়ে আমার ১০ ঘন্টা জমি ধান কেটে দিয়ে গেল আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ধান কাটার সময় ছিল দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত শ্রাবণ চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা কায়েছ হেলাল নয়ন এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা কায়েছ বলেন দেশজুড়ে করোনা মহামারী আকার ধারণ করায় কৃষকের জমিতে শ্রমিকের সংকটের কারণে কৃষকরা হিমশিম খাচ্ছেন এমতাবস্থায় বাংলার দুঃখী অসহায় মানুষের শেষ ঠিকানা কৃষিবান্ধব দেশরত্ন শেখ হাসিনা ছাত্রলীগকে কৃষকের পাশে থাকতে বলেছেন এর অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় সারাদেশে ছাত্রলীগ নেতাকর্মীরা কাজ করছেন ছাত্রলীগ সবার অন্তরে ছিলো, আছে, সারাজীবন থাকবে, এইটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন।