রিয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজারটি স্থানান্তর করা হয় নতুন রেলওয়ে স্টেশনের কার পার্কিং গ্রাউন্ডে

Share the post

ব্যুরো প্রধান (চট্টগ্রাম): নতুন রেলস্টেশনের কার পার্কিং গ্রাউন্ডে রিয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার স্থানান্তর । করোনা ভাইরাসের সংক্রমন ও বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে অদ্য ২৪শে এপ্রিল ২০২০ বন্দর নগরীর নতুন রেল স্টেশন সংলগ্ন কার পার্কিং গ্রাউন্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উদ্যোগে কোতোয়ালী থানার ব্যবস্থাপনায় নগরীর ব্যস্ততম রিয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার স্থানান্তর করা হয়।

Image may contain: one or more people, tree and outdoor

করোনা প্রতিরোধবান্ধব এই কাচাঁ বাজার স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজারের কার্যক্রম উদ্বোধন করেন জনাব মোস্তাফা কামাল উদ্দিন, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এসএম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএম (বার)।অস্থায়ীভাবে স্থানান্তরিত এই কাঁচাবাজারে রিয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় কোতোয়ালি থানার ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে ২৫০ টি দোকান স্থাপন করা হয়েছে। কাচাঁ বাজার ব্যবসায়ীগণ যথাযথ স্বাস্থ্য বিধি ও সামাজিক নিরাপত্তা বজায় রেখে নির্ধারিত মূল্যে বাজার কার্যক্রম পরিচালনা করবেন। ক্রেতা সাধারণ যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে মাস্ক ও হ্যান্ডগ্লাভস ব্যবহার করে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিদিন বিকাল ৫.৩০ ঘটিকা পর্যন্ত তাদের নিত্য প্রয়োজনীয় কাচাঁ বাজার সামগ্রী যথাঃ চাল, ডাল, শাক-সবজি, মাছ, মাংস ইত্যাদি দ্রব্যাদি এই বাজার থেকে ক্রয় করবেন। জনস্বাস্থ্যের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাজারের প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে থার্মাল স্ক্যানার।

Image may contain: 2 people, people standing

স্থানান্তরিত কাঁচা বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ মহসিন,পিপিএম, অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম।
উল্লেখ্য করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ইতোমধ্যে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে ২০টি কাঁচা বাজার স্হানান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]