রাশিয়ার ট্রিলিয়ন ডলার জব্দে যুদ্ধে উসকানি বাইডেনের?

Share the post

রাশিয়ার চারটি ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যার মধ্যে দেশটির সবচেয়ে বড় ব্যাংক এসবারব্যাংকও রয়েছে। বাইডেন বলেন, এর অর্থ হচ্ছে, যুক্তরাষ্ট্রে থাকা তাদের সব সম্পদ জব্দ করা হবে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হামলার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার অঙ্গীকার জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্থল, সাগর ও আকাশপথে প্রতিবেশী দেশটিতে অভিযান চালিয়েছে মস্কো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে কোনো দেশের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ বলা হয়েছে এই রুশ আগ্রাসনকে।

ইউক্রেনে রাশিয়ার হামলার পরেও কোনো পশ্চিমা দেশ তাদের পাশে দাঁড়ায়নি। ফলে প্রেসিডেন্ট পুতিনের বাহিনীর বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যেতে হচ্ছে কিয়েভকে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার ট্রিলিয়ন ডলার হাতিয়ে নিতেই যুদ্ধে উসকানি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার পূর্ব ইউক্রেনে দুই বিদ্রোহী অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে প্রাথমিক দফায় নিষেধাজ্ঞা ঘোষণার কথা জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আরও পদক্ষেপসহ রাশিয়ার বিরুদ্ধে মারাত্মক নিষেধাজ্ঞা ঘোষণা দেবে ওয়াশিংটন ও তার মিত্ররা। আর পার্লামেন্টে বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে নতুন একদফা পদক্ষেপের কথা তুলে ধরার কথা রয়েছে ব্রিটিশ প্রধান বরিস জনসনের।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার লাগাম ধরতে নতুন শাস্তির ঘোষণা দিতে যাচ্ছে। ইউরোপ বলছে, তারা যে নিষেধাজ্ঞার প্যাকেজ হাতে নিয়েছে, তাতে রুশ অর্থনীতি মারাত্মক ধকলে পড়ে যাবে। এতে অনেক বেশি রুশ-সম্পদ দেশটির বাইরে চলে যাবে, মুদ্রাস্ফীতি বাড়বে ও শিল্পভিত্তিও ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে।

ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। ফলে রাশিয়ার প্রায় এক ট্রিলিয়ন ডলার সম্পদ আটকে যেতে পারে। বাইডেন হুঁশিয়ার করে বলেছেন, রাশিয়ার ওপর সামনে আরও কঠোর নিষেধাজ্ঞা আসছে।

এসব পদক্ষেপে আরও যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়া, নরওয়ে ও বেশ কয়েকটি দেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার

Share the post

Share the post সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মো. মাসুদ রানা (৩৬) নামে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত মাসুদ রানা উপজেলার সদর ইউনিয়নের লাল মিয়া বাজার (বামনডহর) এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরের দিকে মাসুদ রানাকে জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে গত […]

দুর্গাপুর গণহত্যা দিবস পালিত

Share the post

Share the postদুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধি :নেত্রকোণার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। আলোচনা শুরুর আগে গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্ব ও একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য […]