

সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
ড. মোহাম্মদ জাহিদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক (অনার্স) ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ১৯৯৬ সালে নিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দান করেন এবং ২০১১ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০০২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন। পরে২০০৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
এদিকে ২০০৪ সাল থেকে তিন বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০১৯ সালে নর্দান ইউনিভার্সিটি অফ বিজন্যাস এন্ড টেকনোলজি খুলনার উপ-উপাচার্যের দায়িত্ব পানল করেন। পরে ২০২০ সালে ফাইন্যান্স বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণ শেষে অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টুরিজম বিভাগের যাত্রা বেশিদিন নয়। বিভাগটিতে শিক্ষক সংকট রয়েছে তা অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আমরা ফিলাপ করবো। বাংলাদেশের জিডিপি খাতকে ৪% সহযোগিতা করে এই টুরিজম। বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে রাবির ট্যুরিজম বিভাগ অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমি আশাবাদী।
তিনি আরও বলেন, অতিতে যেসব শিক্ষক এ বিভাগের দায়িত্ব পালন করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি। একজন সভাপতির দায়িত্ব হিসেবে বিভাগের সকল শিক্ষকদের সহযোগিতায় আগামীতে যারা এ বিভাগ থেকে গ্র্যাজুয়েট বের হবে তারা যেন বর্তমান চাকরির বাজারে যোগ্য করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনতে পারে সেই চেষ্টা করবো। সবাইকে নিয়ে আগামীর পথ চলা মসৃণ হবে ইনশাআল্লাহ।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এস.এম কামরুজ্জামান, মার্কেটি বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মেহেরুল ইসলাম খান, নিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. এনায়েত হোসেন, বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সেলিম রেজা ও অধ্যাপক ড. রফিক আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ।