রাবিতে শেরপুর জেলা সমিতির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক জুয়েল

Share the post

রাবি প্রতিনিধি: রাজশাহীর বিশ্ববিদ্যালয় (রাবি) শেরপুর  জেলা সমিতির ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আতিক তালুকদারকে সভাপতি ও মো. জুয়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে সংগঠনটির উপদেষ্টাগণ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান  বিভাগের অধ্যাপক ড.হাবিবুর রহমান নতুন এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি শেখ আল মামুন, মাহবুবা আক্তার বৃষ্টি, মোয়াজ আল কায়কোবাদ, মো:আব্দুল্লাহ হেল বাকী, মো. সাকিব, মো. পারভেজ আহাম্মেদ,মো. সাজ্জাদ হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক কানন হাসান অর্ণব, সাব্বির আহামেদ, সাদ আহমেদ, পূজা বিশ্বাস, মো. আমজাদ হোসেন,মো. মহিউদ্দিন, মো. রকিবুল হাসান রকিব, রোহানা পারভিন রিমা, রুহুল মুয়াজেম রাফাত।

সাংগঠনিক সম্পাদক মো. মুশফিকুর রহমান (সানি), সহ সাংগঠনিক সম্পাদক মো. সাগর তালুকদার, আমিরুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, মো. ফেরদৌস আকন্দ সিয়াম,শাহীন আলম, সাকিল মিয়া, রিপন কোচ মাইমুনা আক্তার, প্রচার সম্পাদক মো. মাসুম মিয়া, সরোয়ার আলম আসিফ, মো. ইয়াছিন ইসলাম, অর্থ সম্পাদক মো. সাব্বির হোসেন,মো. সুমন মিয়া, অর্ণব শেখ, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন, সঞ্জিব কোচ, নিয়ম-শৃঙ্খলা বিষয়ক সম্পাদক আল শাহরিয়ার শুভ বিকাশ।

ধর্ম বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, মোহাম্মাদ মাহফুজ (ইতিহাস), তথ্য ও প্রযুক্তি সম্পাদক তুর্য, ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, জারিফ শেনিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমাইয়া শিমু, নারী বিষয়ক সম্পাদক সামসুন্নাহার সুইটি, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক. মো সেলিম হাসান, হালিমা আক্তার বীথি। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ সুমন, সবুজ হাসান মাহফুজ, পরিবেশ ও জলবায়ু সম্পাদক মো. জুবায়ের আহসান জিয়ন, জাকিয়া নাজনীন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন শেখ নাজমিন নুর নিক্কন, আয়ান চৌধুরী, নুর নয়ন,ইসরাত জাহান ইতি, ফারজানা জান্নাত ইতি,মোয়েনুল ইসলাম মুনিম, হাসান তাশরীফ সূর্য,মহি উদ্দিন, সুলাইমান কবির, জিন্নাত জেরিন মো. রবিউল ইসলাম।

উপদেষ্টামণ্ডলী হিসেবে আছেন রাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস,  প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আনিসুজ্জামান,  অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম,ড. মোঃ আরিফুল ইসলাম ও কে এম মাহফুজুর রহমান।

সমিতির অ্যালামনাস, শিক্ষকবৃন্দ এবং উপদেষ্টা মন্ডলীর সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবির শেরপুর  জেলা সমিতির নব নিযুক্ত সভাপতি মো. আতিক তালুকদার এবং সঞ্চালনা করেন সমিতির নব নিযুক্ত সাধারণ সম্পাদক মো. জুয়েল ।

অনুষ্ঠানে রাবি শেরপুর  জেলা সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. হবিবুর রহমান  বলেন, এক বছরের এই কার্যনির্বাহী কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেরপুর  জেলার শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করবে। তাদের সুখ-দুঃখে পাশে থাকবে। এই প্রত্যাশা রাখি।

তিনি আর‌ও বলেন, আমার জেলার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সমাজের কল্যাণে বিভিন্ন ধরনের কাজ করবেন। সমিতির সদস্যরা একে অপরের বিপদে-আপদে আপন ভাইয়ের মতো এগিয়ে আসবেন।

সমিতির নব নির্বাচিত সভাপতি রকিবুল ইসলাম রকি  বলেন, আমরা নতুন দায়িত্ব পেয়েছি। আমরা সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো সহযোগিতায় আমরা পাশে থাকবো।

তিনি আরও বলেন, সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজনে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত […]

জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কোর্ট চত্বরে চাঁপাইনবাবগঞ্জ সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম […]