রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে তথ্যমন্ত্রীর সহায়তা
তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মাঝে খাদ্য ও নিত্য সামগ্রী পাঠিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। শনিবার (২৮ আগষ্ট) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যমন্ত্রীর পক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সামগ্রী তুলে দেন উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা বাবুল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তালুকদার বাবু, লালানগর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মঈন উদ্দিন, লালানগর ইউনিয়ন আ.লীগের সদস্য মঈন উদ্দিন তালুকদার, লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সহ সভাপতি কাজী সাইফুদ্দিন, নেজাম উদ্দিন, আনিসুল ইসলাম চৌধুরী, মো. ইমন, তসলিমুল ইসলাম রিদয়, মিনহাজুল ইসলাম চৌধুরী, ফাহিম শাহরিয়ার প্রমুখ।
জসিম উদ্দিন তালুকদার জানান, মাননীয় মন্ত্রী মহোদয়কে বিষয়টি অবহিত করা হলে তিনি তৎক্ষনাৎ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এসব সহায়তা পাঠান। পরবর্তীতে মন্ত্রী মহোদয়ের আরো বেশি সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মকবুল সওদাগর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে মানবেতর জীবন যাপন করে আসছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।