রাংগুনিয়ায় ছাত্রসেনার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে হামদ, নাত,ক্বেরাত ও আন্তঃবিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
তোহিদুল ইসলাম ।। রাঙ্গুনিয়া প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হোসনাবাদ ইউনিয়নের আওতাধীন ১নং ওয়ার্ড ঘাগড়া খিলমোগল কালাগাজী তালুক জামে মসজিদ ময়দানে ০৫/১১/২০২০ইং, রোজ:বৃহস্পতিবার, সকাল ১০টায় ছাত্রনেতা মুহাম্মদ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কালাগাজী তালুক জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুহাম্মদ আব্দুস শাক্কুর কাদেরী।
প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা হোসনাবাদ ইউনিয়নের সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সৈয়দ আলী।অন্যান্যদের মধ্যে ছাত্রনেতা মুহাম্মদ মিজান উদ্দিন, ছাত্রনেতা মুহাম্মদ রিয়াদ,মুহাম্মদ হোসেন,মুহাম্মদ মনছুর রেজা প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন-সাফল্যের কোন সহজ পথ নেই।
জীবনে সাফল্য অর্জন করতে হলে দীর্ঘদিনের পরিশ্রম আর চেষ্টার পাশাপাশি থাকতে হয় অসীম সাহস এবং দৃঢ় মনোভাব। আর তা হল প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে গড়ে তোলা। সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে হলে বিভিন্ন বাঁধা জয় করেই সামনে এগিয়ে যেতে হবে। প্রতিযোগীতার তিনটি ইভেন্টে ১নং ওয়ার্ডের আওতাধীন ৩টি এলাকা এবং ১টি ফুটন্ত ফুলের আসর সংগঠন সহ মোট ২৫ জনের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ের সম্মানিত বিচারকের দায়িত্বে পালন করেন ছাত্রসেনা হোসনাবাদ ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শাকিল হোসেন ও ছাত্রসেনা হোসনাবাদ ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রবিউল হোসেন (রবি)। পরিশেষে অতিথিদের হাত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।