রমজানে মুক্তিযোদ্ধাদের ইফতার সামগ্রী দেবেন বেসরকারি কারা পরিদর্শক আজিজ
চট্টগ্রাম প্রতিনিধি: গণ মানুষের নেতা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে তারই সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ মুক্তিযোদ্ধাদের ইফতারের উপহার সামগ্রী বিতরণ করবেন।
আজিজুর রহমান আজিজ জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। তাঁদের সাহসিকতা ও আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। বৈশ্বিক দুর্যোগ করোনা পরিস্থিতিতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এ উপহার সামগ্রী।
তিনি বলেন, ‘আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ও সতর্কতার সাথে আসন্ন রোজা উপলক্ষ্যে এসব সামগ্রী বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি পৌঁছে দেব। সরাসরি যোগাযোগ করেও এ উপহার সামগ্রী গ্রহণ করতে পারবেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা পরিবারের সামাজিক আত্মসম্মান যাতে অক্ষুন্ন থাকে সেদিকেও বিশেষ নজর থাকবে আমাদের। শীঘ্রই চট্টগ্রাম মহানগরীতে এ কার্যক্রম শুরু হবে।’
আপনাদের আশেপাশে যদি পরিচিত কোনো অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার থেকে থাকে তাহলে রাসেল–01712619977, রাহুল–01816439533, রনি–01811309310, সায়েম-01813705078 নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।