যে তরুণরা দেশকে পুনরায় স্বাধীন করেছে তাদের মাঝে নজরুলের চেতনা জেগেছিলো – লতিফুল ইসলাম শিবলী

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘সংগ্রাম, সাম্য ও সমকালের প্রসঙ্গ নজরুল’’ এই প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আয়োজনে, তরুণ প্রজন্মদের নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কাজী নজরুল ইসলামের সাম্যবাদী ভাবনা, সৃজনশীলতা ও সংগ্রামী চেতনা শীর্ষক আলোচনায় নজরুল ইনস্টিটিউটের সহকারি পরিচালক মো. ফখরুল আলম এর সঞ্চালনায়, ইনস্টিটিউটের পরিচালক কে, এম, আল-আমীন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির প্রশিক্ষক মালা আরেং, প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি ও কথাসাহিত্যিক, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, মো. লতিফুল ইসলাম শিবলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক মো: নাভিদ রেজাওয়ানুল কবীর। এ সময়, কবি ইসলাম ইনস্টিটিউট অনুষ্ঠান সংগঠক, মোঃ আব্দুস সালাম, কবি লোকান্ত শাওন, কবি শফিউল আলম স্বপন, সাংবাদিক রাজেস গৌড়, এস এম শাহীন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বলেন, যে তরুণরা দেশকে পুনরায় স্বাধীন করেছে, তাদের মাঝে নজরুলের চেতনা জেগেছিলো। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এবং তরুণসমাজের চেতনা জাগ্রত করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতাই যথেস্ট। তরুণ প্রজন্মের মধ্যে কাজী নজরুল ইসলামের পরিচিতি আরও প্রসারিত করতে সারা দেশে নজরুল ইনস্টিটিউট কাজ শুরু করেছে। নজরুল কেবল একজন কবি নন, তিনি ছিলেন একজন বিপ্লবী, যিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার গান ও কবিতা আজও তরুণদের অনুপ্রাণিত করে। তাই, তার সাহিত্যকর্ম ও সংগ্রামী জীবন সম্পর্কে তরুণ সমাজকে জানাতে হবে। কাজী নজরুল ইসলামের সৃষ্টি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

 

আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন, নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক (সংগীত) মোঃ শহীদুল ইসলাম খান, এ.কে.এম শহীদ কবির পলাশ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তোবারক হোসেন খোকন, আবৃত্তি করেন, সুলোচনা সাহা, কবি সায়মন খান। পরবর্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির শিল্পীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে কাজী নজরুল ইসলামের সৃজনশীলতাকে তুলে ধরেন।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাজশাহীর ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বে সিফাত-আলমগীর

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :রাজশাহীতে অবস্থানরত সাভার-ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইয়াসির আরাফাত সিফাত  এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের ২০২০-২১ সেশনের আলমগীর এইচ রানা নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সংগঠনটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ […]

ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটি (এসএআইসিটি)-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভাগের ওয়েব পোর্টালের উদ্বোধনও করা হয়। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আইসিটি বিভাগের সভাপতি প্রফেসর ড. আলমগীর হোসেনের সভাপতিত্বে […]